পোর্ট অফ স্পেন: আজ শুক্রবার (২২ জুলাই) পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল (IND vs WI 1st ODI)। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের এটি প্রথম ম্য়াচ। দলের সিনিয়রদের অনুপস্থিতিতে শিখর ধবনের নেতৃত্বে জুনিয়রদের নিজেকে প্রমাণ করার বড় হাতছানি রয়েছে।


ইংল্যান্ডকে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করে আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় দল। সেই আত্মবিশ্বাস নিয়েই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসেছেন ধবনরা। এই সিরিজে রোহিত শর্মারা না থাকলেও, সিরিজের জয়ের জন্য ভারতীয় দলই ফেভারিট, তা আলাদা করে বলে দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। সিরিজে এক নয়, দুই দুইটি বিশ্বরেকর্ড গড়ার হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে। 


উইন্ডিজদের বিরুদ্ধে দাপট


২০০৬ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ হেরেছিল ভারতীয় দল। তারপর থেকে বিগত ১৫ বছর ধরে উইন্ডিজদের টানা ১১টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে মাত দিয়েছে ভারতীয় দল। এক বিপক্ষের বিরদ্ধে টানা ৫০ ওভারের সিরিজ জয়ের ক্ষেত্রে এটি একটি রেকর্ড বটে। তবে বর্তমানে পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের অধিকারী ভারতীয় দল। পাকিস্তান জিম্বাবোয়েকে টানা ১১টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে হারিয়েছে। ভারত যদি এই সিরিজে জেতে, তাহলে এককভাবে এই রেকর্ড চলে আসবে টিম ইন্ডিয়ার দখলে।


পয়মন্ত মাঠ


আজকের ম্য়াচের ভেন্যু, কুইন্স পার্ক ওভালেও ভারতের রেকর্ড দুরন্ত। ২০০৭ সালের বিশ্বকাপে এই মাঠেই শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল রাহুল দ্রাবিড়ে নেতৃত্বাধীন ভারতীয় দলের। সেই দ্রাবিড় এখন ভারতীয় দলের কোচ। তার দল যদি প্রথম ওয়ান ডে ম্যাচ জেতে, তাহলেই বিদেশি কোনও দলের কোনও নির্দিষ্ট মাঠে হার-পরাজয়ের অনুপাতে ভারত রেকর্ড গড়বে। ১২ ম্যাচ খেলে পোর্ট অফ স্পেনে ভারতীয় দল বিগত ১৫ বছরে নয়টি ম্যাচ জিতেছে, হেরেছে দুইটি, একটি অমীমাংসিত।


বর্তমানে ভারতের এই মাঠে ভারতীয় দলের জয়-হারের অনুপাত ৪.৫০। তবে আজ জিতলে পোর্ট অফ স্পেনে ভারতের এই অনুপাত দাঁড়াবে ৫, যা বিগত ১৫ বছরের কোনও মাঠে, কোনও দলের সেরা জয়-হারের অনুপাত। প্রসঙ্গত, হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত এবং আফগানিস্তানের জয়-হারের অনুপাতও ৪.৫০। সেই রেকর্ড ভেঙে এককভাবে আরও এক নজির নিজেদের নামে করার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।


আরও পড়ুন: ক্যারিবিয়ান পরীক্ষার জন্য তৈরি দল, তুরুপের তাস তরুণরা, জানালেন আত্মবিশ্বাসী ধবন