মীরপুর: ভারতীয় মহিলা ক্রিকেট দল ও বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ টাই হয়ে গেল। ২ দলের স্কোর সমান হওয়া সত্ত্বেও সুপার ওভার খেলানো হয়নি। ম্যাচ টাই ঘোষণা করে দেওয়া হয়। খেলা শেষ হতে দেরি এই কারণেই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে সুপার ওভার করা হয়নি বলে জানানো হয়েছে। যা নিয়ে বিস্তর বিতর্কও শুরু হয়েছে। আদৌ এটি আইসিসির নিয়ম মেনে হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকী ম্য়াচের শেষে নিরপেক্ষ আম্পায়ার চেয়ে দাবিও তুললেন ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা।


সিরিজের তৃতীয় ম্যাচের কোনও ফল নির্ধারণ না হওয়ায় সিরিজের ফল হল ১-১। শনিবার প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ২২৫ রান তুলে নেয় বাংলাদেশ। জবাবে ৪৯.৩ ওভারে ঠিক ২২৫ রানেই অল-আউট হয়ে যায় ভারত। কিন্তু সুপার ওভার না করে ম্যাচ অমিমাংসীত ঘোষণা করা হয়। শেষ ওভারে জিততে তিন রান দরকার ছিল। প্রথম ২ বলে দু'রান হলেও, তৃতীয় বলে আউট হয়ে যান মেঘনা। ২২৫ রানে অলআউট হয়ে যায় ভারত।


এদিকে ম্যাচে আউট হয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন হরমনপ্রীত কৌর। ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন। তারপর আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। খেলার পর হরমনপ্রীতকে বলতে শোনা যায়, ''আমার মতে, এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। ক্রিকেট ছাড়াও যেরকম আম্পায়ারিং হল, তাতে আমরা অবাক। পরেরবার যখন আমরা বাংলাদেশে আসব, তখন আমরা নিশ্চিত করব যে আমাদের এরকম আম্পায়ারিংয়ের মধ্যে খেলতে হবে। সেইমতো প্রস্তুতিও নেব আমরা।'' 


ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা পরে সাংবাদিক বৈঠকে বলেন, ''যে কোনও ম্যাচে এরকম হতে পারে যে, আপনি কোনও সিদ্ধান্তে খুশি নন। বিশেষ করে যখন এই ধরনের সিরিজের ম্যাচে কোনও ডিআরএস থাকে না। আমরা এখানে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলাম।'' তারকা বাঁহাতি ওপেনার আরও বলেন, ''আমি নিশ্চিত যে আইসিসি, বিসিবি ও বিসিসিআই অবশ্যই এটি নিয়ে আরও আলোচনা করবে। সম্ভবত আমরা পরের বার থেকে একটি নিরপেক্ষ আম্পায়ারিং ব্যবস্থা পাব। যাতে আমরা ক্রিকেট এবং ক্রিকেটভিত্তিক প্রশ্নগুলিতে আরও নজর দিতে পারি।''