দুরানি বলেছেন, কোহলিকে তিনি নিজের সন্তানের মতোই ভাবেন। তিনি বলেছেন, কোহলি আমার ছেলের মতো। অনুষ্কাকে বিদেশে বিয়ে করেছে কোহলি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভারতীয় হিসেবে ওদের দেশেই বিয়ে করা উচিত ছিল।
গত সোমবার শুধু কোহলির বিয়ের খবরই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছিল। জানা গিয়েছিল, আফগানিস্তানের ক্রিকেট দল তাদের প্রথম টেস্ট খেলবে আগামী বছর। আর সেই টেস্ট হবে ভারতে। ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করবে আফগানিস্তান।
দুরানি বলেছেন, কোহলি যে কোনও দিনই বিয়ে করতে পারত। তবে আমার জন্মদিনে সবচেয়ে বড় ঘোষণা হল যে, আফগানিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করবে। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ভারতীয় হিসেবে আমি ভারতকে ভালোবাসি।
দুরানির সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক রয়েছে। কারণ, তাঁর জন্ম ওই দেশেই। পরে ভারতের হয়ে টেস্ট খেলেন তিনি। গুজরাত, রাজস্থান এবং সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন তিনি।
আফগানিস্তান ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে, এই খবর তাঁকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে বলে জানিয়েছেন দুরানি।
উল্লেখ্য, বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, ২০১৮-তে আফগানিস্তান ভারতের বিরুদ্ধে তাদের প্রথম টেস্ট খেলবে।