নয়াদিল্লি: গত শনিবারই, ১২ অগাস্ট মালয়েশিয়ার বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) ফাইনালে এক অনবদ্য প্রত্যাবর্তন ঘটিয়ে খেতাব জিতে নেয় ভারতীয় হকি দল। ৩-১ পিছিয়েও পড়েও ৪-৩ জয় পান হরমনপ্রীতরা। এটি ভারতের রেকর্ড চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব। এই ট্রফি জয়ের সুফলও ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই পেয়ে গেল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। সদ্য প্রকাশিত এফআইএইচ ব়্যাঙ্কিংয়ে (FIH Men's Hockey Rankings 2023) তিনে উঠে এল ভারত।
নতুন ব়্যাঙ্কিংয়ে ভারতীয় দলের পয়েন্ট ২৭৭১.৩৫। এই জয়ের পূর্বে ভারতীয় হকি দলের দখলে ২৭৬২.৭৪ পয়েন্ট ছিল। ব়্যাঙ্কিংয়ের ভারতের আগে দুই নম্বরে রয়েছে এ বছর আয়োজিত হকি বিশ্বকাপের রানার্স আপ বেলজিয়াম দল। তাঁদের দখলে ২৯১৭.৮৭ পয়েন্ট রয়েছে। ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। ডাচরা এবারের এফআইএইচ হকি প্রো লিগ জিতেছিল। তাঁদের দখলে ৩০৯৫.৯০ পয়েন্ট রয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারতীয় হকি দল ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় হকি দল। কমনওয়েলথ গেমসে রুপো জেতে ভারত। গত বছর এশিয়া কাপ, ২০২১ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২১-২২ সালের এফআইএইচ হকি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করে ভারত।
প্রসঙ্গত, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুবাদে হকি ইন্ডিয়ার তরফে ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে তিন লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের ১.৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তির্কি বলেন, 'প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমার মনে হয় হকি জয়টা শুধু মাঠেই হয় না। টিমওয়ার্ক এবং দলের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের প্যাসন তৈরি হয়। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় পুরুষ হকি দলের এই দুরন্ত সাফল্যের জন্য খেলোয়াড়দের তিন লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের দেড় লক্ষ টাকার আর্থিক পুরস্কার দিয়ে আমরা সম্মান জানাতে চাই।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: হরমনপ্রীতদের শুভেচ্ছাবার্তা, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মাস্টার ব্লাস্টার?