নয়াদিল্লি: ভারতীয় ফুটবলে (Indian Football) হতাশার দিন। কোরিয়ার কাছে ৮ গোল খেতে হল ভারতের (India vs Korea) মহিলা অনূর্ধ্ব-১৭ দলকে। মঙ্গলবার তারা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ড টু-র উদ্বোধনী ম্যাচে প্রাক্তন চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাস্ত হয়েছে ভারত।


প্রথমার্ধে ভারতীয় দল লড়াই করেছিল। বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল কোরিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে হাফ ডজন গোল হজম করে ভারত। স্পট কিক থেকে দু'টি গোল সহ হ্যাটট্রিক করে অধিনায়ক ওয়ান জুয়েন। এছাড়া সেও মিনজেওং (২), পার্ক জুহা এবং পরিবর্ত হিসাবে নামা হান গুখি বাকি গোলগুলো করেছে। ভারতের শিবানী টপ্পো আত্মঘাতী গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেয়। 


ম্যাচের শুরু থেকেই কোরিয়া চাপে রেখেছিল ভারতকে। তাদের আক্রমণের ঝড়ে ভারতীয় রক্ষণ একেবারে কেঁপে গিয়েছিল। কোনও প্রতিরোধই তারা গড়ে তুলতে পারেনি। ভারতের প্রধান কোচ প্রিয়া পিভি নিজের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে জোর দিয়েছিলেন ঠিকই, তবে কোরিয়ার আক্রমণের কাছে ভারতের যাবতীয় স্ট্র্যাটেজি ভেসে যায়। শক্তিশালী কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই ডিফেন্সিভ মানসিকতা নিয়ে খেলতে নেমেছিল ভারত। ভারত যত রক্ষণাত্মক হয়েছে, ততই আক্রমণের ঝড় তোলার সুবিধে পেয়েছে কোরিয়া।


ভারতীয় দলের ব্যাক থোইবিসানা চানুর মিসকিক থেকে প্রথম গোলের মুখ খোলে কোরিয়া। বক্সের প্রান্ত থেকে গোল করে এগিয়ে দেন পার্ক জুহা। ভারতীয় গোলরক্ষক খুশি কুমারীর কিছুই করার ছিল না। ম্যাচের ২৮তম মিনিটে কোরিয়ার ওয়ান জুয়েনকে বাজে ভাবে পেনাল্টি বক্সের ভিতর ফাউল করে বসে সোনিবিয়া দেবী ইরোমকে। পেনাল্টি পায় কোরিয়া। জুয়েন গোল করতে কোনও ভুল করেনি। বিরতির পর বাকি ছয় গোল হয়। দলের হয়ে তৃতীয় গোলটি করে জুয়েনই। বিওম ইয়েজুর থেকে থ্রু পাস ধরে ৩-০ করে জুয়েন। জুয়েন তার হ্যাটট্রিক পূর্ণ করে ৬৫তম মিনিটে। ভারতের খুশি কুমারীর পরিবর্তে গোলকিপার হিসেবে খাম্বি চানু সারংথেম নামর পরপরই। এই গোলের ১১ মিনিট পর পরিবর্তে নামা হান গুখি ৫-০ করে। এর পর সেও মিনজেওং আরও ২ গোল করে। শিবানীর আত্মঘাতী গোল ভারতের হতাশা আরও বাড়ায়।


আরও পড়ুন: ট্রেনের মধ্যে নাচ রণবীর-ধনশ্রীর, মুক্তির দিনই ঝড় তুলল দিল জশন বোলে...


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial