অ্যাডিলেড: বাংলাদেশের বিরুদ্ধে ৫ রানে দুরন্ত জয়। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) চার ম্যাচ খেলে তিন ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু এরপরও কি সেমিফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন ভারতের জন্য? গ্রুপে বাকি চার দল দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবোয়ে, পাকিস্তানও শেষ চারে জায়গা করে নিতে পারে, কিন্তু কীভাবে?


বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর ছয় পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ২-র শীর্ষে ভারতীয় দল। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত ও প্রোটিয়া দল আপাতত সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রয়েছে। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলে কিন্তু রোহিতদের সেমিতে পৌঁছনোর পথ কঠিন হতে পারে। অপরদিকে, বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে প্রোটিয়া বাহিনী। সেই ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবে তেম্বা বাভুমার দল। তবে দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তান হারালে কিন্তু শেষ রাউন্ডের ম্যাচগুলির মাধ্যমেই গ্রুপ থেকে কারা সেমিফাইনালে পৌঁছবে তা নির্ধারিত হবে।



বাবর আজমের দল চাইবে ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে হেরে যাক বড় ব্যবধানে, আবার পাকিস্তান তাদের শেষ ম্যাচে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে বড় ব্যবধানে জিততে চাইবে তারা। তবেই একমাত্র পাকিস্তানের সুযোগ আসতে পারে সেমিতে পৌঁছনোর।


ভারতীয় দলকে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত সেমিফাইনালের টিকিট পাকা করার জন্য অপেক্ষা করতে হতে পারে। ভারতই গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে। তাই বাকি ম্যাচের ফলাফল টিম ইন্ডিয়ার পক্ষে না গেলে, তাদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। অন্যথা হলে জিম্বাবোয়ে ম্যাচে মাঠে নামার আগেই টিম ইন্ডিয়ার সেমিফাইনালের টিকিট পাকা হয়ে যাবে। কাল যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে এবং পাকিস্তান যদি বাংলাদেশকে হারাতে সক্ষম হয়, তাহলে ভারতের সেমির টিকি একেবারে পাকা।