মুম্বই: করোনা মোকাবিলায় স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মিলে ১১ কোটি টাকা অনুদান তুলে দেওয়ার ব্রত নিয়েছেন বিরাট কোহলি। তিনি ও অনুষ্কা নিজেরাই ২ কোটি টাকা দান করেছেন প্রাথমিকভাবে। এবার কোহলি জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন তারকা কে এস শ্রাবন্তী নাইডুর পাশে দাঁড়ালেন। ফের দেখা গেল ভারত অধিনায়কের মানবিক মুখ।
শ্রাবন্তীর মা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে দেখা যায়, তিনি করোনা আক্রান্ত। তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিরাট কোহলি। শ্রাবন্তীর মায়ের চিকিৎসার জন্য কোহলি ৬.৭৭ লক্ষ টাকা দান করলেন। যা জানাজানি হওয়ার পর ভারত অধিনায়কের মহানুভবতাকে কুর্নিশ করছেন সকলে।
শ্রাবন্তীর মা এস কে সুমন করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শ্রাবন্তীর মায়ের জন্য অর্থ সাহায্য চেয়ে ট্যুইট করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাউথ জোনের কনভেনর বিদ্যা যাদব। যিনি আবার সম্পর্কে বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট শিবলাল যাদবের বোন। নিজের সেই ট্যুইটে কোহলিকে ট্যাগ করেছিলেন বিদ্যা। তারপরেই সাহায্যের সিদ্ধান্ত নেন কোহলি।
সূত্রের খবর, ক্রিকেটার শ্রাবন্তীর বাবা-মা কোভিডে আক্রান্ত হওয়ার পর ইতিমধ্যেই ১৬ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। তারপরেই কোহলির সাহায্যে সমস্যা মিটেছে তাঁর। শ্রাবন্তী কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ শ্রীধরকেও। যিনি কোহলিকে বিষয়টি জানিয়েছিলেন। শ্রাবন্তী বলেছেন, “কোহলির সাহায্যে আমি অভিভূত। অত বড় মাপের একজন ক্রিকেটারের মানসিকতাও বিশাল। আর শ্রীধরকেও ধন্যবাদ জানাতে চাই। উনি বিষয়টি কোহলিকে জানিয়েছিলেন। ওঁদের সাহায্য কোনওদিন ভুলব না।”
করোনার ধাক্কায় মাঝপর্বে বন্ধ হয়ে গিয়েছে আইপিএল। তারপরই করোনা যুদ্ধে স্ত্রী অনুষ্কাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন কোহলি। দুজনে ২ কোটি টাকা দান করার পাশাপাশি তহবিল তোলার কাজও করেছেন। যাতে অক্সিজেন, হাসপাতাল বেডের মতো জরুরি বিষয়গুলিতে আরো বেশি সাহায্য করা যায়।কোহলিদের সামনে আপাতত বড় পরীক্ষা। জাতীয় দলের সঙ্গে কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডে উড়ে যাবেন বিরাট। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। তারপরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।