মুম্বই: কোভিডের জন্য ব্যস্ত সূচি। আর তার জন্যই পিছিয়ে গেল ভারত- নিউজিল্যান্ড সিরিজ। চলতি বছর এই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছরে। চলতি বছরে নিউজিল্য়ান্ড সফরে যাওয়ার কথা ছিল বিরাটদের। কিন্তু তার বদলে আগামী বছর নিউজিল্যান্ড সফরে যেতে চলেছে ভারতীয় দল। 


আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেই টুর্নামেন্টের পরই নিউজিল্য়ান্ড সফরে উড়ে যাবে ভারতীয় দল। সেখানেই পিছিয়ে যাওয়া সিরিজটি খেলবে ভারতীয় দল। বৃহস্পতিবার স্থানীয় এক সংবাদপত্রে নিউজিল্যান্ড বোর্ডের মুখ্য কর্তা ডেভিড হোয়াইট বলেছেন, “দীর্ঘ দিন পরে দেশে ফিরছে ক্রিকেটাররা। বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় দিতে হবে ওদের। তাই এই সিরিজ আপাতত হচ্ছে না। আগামী বছর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে আসবে ভারত।'' তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নিউজিল্য়ান্ড ক্রিকেট দল ভারত সফরে আসতে চলেছে। এখানে এসে তাঁরা ২টো টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। 


ভারত সফর থেকে ফেরার পরই ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে চলে যেতে হবে নিউজিল্য়ান্ড শিবিরকে। এরপরই রয়েছে ক্রিসমাস। তার জন্য আগামী ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্ট আয়োজন করতে পারবে না তারা। 


এদিকে এদিনই টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষবারের মত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে বিরাটকে। নিজের সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে বিরাট লিখেছেন, 'এবার থেকে একদিনের টেস্ট-একদিনের ম্যাচে ফোকাস। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভাগ্যবান। ক্রিকেটের ৩টি ফর্ম্যাটে টানা ৮-৯ বছর ধরে খেলার চাপ। ৫-৬ বছর ধরে অধিনায়কত্বের চাপও রয়েছে। এবার টেস্ট-একদিনের ম্যাচের জন্য নজর দিতে চাই। অধিনায়কত্ব ছাড়লেও টি-২০তে খেলা চালিয়ে যাব। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। রবি শাস্ত্রী, রোহিত শর্মার সঙ্গেও এনিয়ে কথা বলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের সঙ্গেও এনিয়ে কথা বলেছি।‘