লন্ডন: ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে খাদের কিনারায় ভারত। পঞ্চম দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৫ উইকেটে ১৬৭। ৪৬৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গতকালই তিন উইকেট হারিয়েছিল ভারত। চতুর্থ দিনের ৩ উইকেটে ৫৮ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। গতকাস রাহুল ৪৬ এবং রাহানে ১০ রানে অপরাজিত ছিলেন। এদিন শুরুতেই অর্ধশতরান পূর্ণ করেন রাহুল। ১২০ রানে এদিন চতুর্থ উইকেট হারায় ভারত। আজিঙ্কা রাহানে মইন আলির বলে ৩৭ রান করে ফিরে যান। স্কোরবোর্ডে এক রান যোগ হওয়ার পরই আরও একটি উইকেটের পতন হয় ভারতের। প্রথম ইনিংসে অভিষেকেই অর্ধশতরানকারী হনুমা বিহারী খাতা না খুলেই বেন স্টোকসের শিকার হন। এরইমধ্যে সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। টেস্ট ক্রিকেটে এটি তাঁর পঞ্চম শতরান।



মধ্যাহ্নভোজের বিরতির সময় রাহুল ১০৮ এবং ঋষভ পন্ত ১২ রানে ক্রিজে রয়েছেন।

জিততে হলে ভারতকে এখনও ২৯৭ রান করতে হবে। হাতে রয়েছে মাত্র পাঁচটি উইকেট। দুটি সেশনের খেলা এখনও বাকি।

ইংল্যান্ডের মধ্যে সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত। ইংল্যান্ড এগিয়ে ৩-১ এ। এই ম্যাচ জিতলে ৪-১ সিরিজ জয়ী হবে ইংল্যান্ড।