ম্যাঞ্চেস্টার: ইংল্য়ান্ডে পৌঁছে গেলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তার সঙ্গে ছিলেন দলের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ ও তরুণ তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। এছাড়াও ব্যাক আপ ওপেনার হিসেবে ইংল্যান্ডে উড়ে গেলেন ময়ঙ্ক অগ্রবাল। কে এল রাহুল (K L Rahul) চোটের জন্য ইংল্যান্ড সফরে যেতে পারেননি। তাঁর বদলি হিসেবে বেছে নেওয়া হয়েছে ময়ঙ্ক অগ্রবালকে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ময়ঙ্ক স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন। একটি টেস্টের জন্য বড় কোনও বদল দরকার নেই। তবে যদি কোনও চোট আঘাতের সমস্যা থাকে, সেক্ষেত্রে ময়ঙ্ক মাঠে নামবেন।


বিসিসিআইয়ের অফিশিয়ালের তরফে আরও জানানো হয়েছে, ''ময়ঙ্ক বেঙ্গালুরুতেই অনুশীলন করবে। যদি টিম ম্যানেজম্যান্টের দরকার পড়ে, তবে ময়ঙ্ককে ডেকে নেওয়া হবে। যদি কেউ চোট পেয়ে যায়, তবেই ময়ঙ্ক উড়ে যাবে ইংল্যান্ডে। যদি একটির বেশি টেস্ট আয়োজিত হত, তবে ময়ঙ্ক দলের সঙ্গে উড়ে যেতেন।'' 


কোচ রাহুল দ্রাবিড়ও গিয়েছেন ইংল্যান্ডে। উল্লেখ্য, বুমরা, পূজারা, বিরাটরা আগেই ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় সেই সময় জদলের সঙ্গে যেতে পারেননি। গতকাল সকালেই উড়ে গিয়েছিলেন সবাই বেঙ্গালুরু থেকে। লেস্টার সিটিতে আগামী ২৪ জুন প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।


উল্লেখ্য,  ভারতীয় দল আপাতত লেস্টারশায়ারে। বার্মিংহ্যামে প্রথম টেস্টের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে ২৪ জুন থেকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ইংল্যান্ডে ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, ব্যাটিং অনুশীলনে নিজেকে ডুবিয়ে রেখেছেন কোহলি। অ্যান্ডারসন-ব্রডের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা। বিশেষ করে অ্যান্ডারসনের বিষাক্ত স্যুইং বারবার বিপাকে ফেলেছে কোহলিকে। নেটে তাই শুধু পেসারদের বলেই প্রস্তুতি সারছেন তিনি। যাতে বলের নড়াচড়া সামলে ব্যাটিং আয়ত্ত করতে পারেন। সেই সঙ্গে একাকী ফিল্ডিং প্র্যাক্টিসও করছেন। কোহলির যে নিষ্ঠা দেখে মুগ্ধ ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যাওয়া ম্যানেজার তথা সিএবির যুগ্ম-সচিব দেবব্রত দাস। শোনা গেল, ঘনিষ্ঠমহলে কোহলির ক্রিকেট সাধনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দেবব্রত।


আরও পড়ুন: অ্যান্ডারসন-ব্রডের সামনে অগ্নিপরীক্ষা, নেটে শুধু পেসারদের খেলছেন কোহলি