নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০ পিছিয়ে ভারত। এই অবস্থায় আগামী ১৩ জানুয়ারি সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। এখন প্রশ্ন, প্রথম ম্যাচের হারের ধাক্কা সামলে কি দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে টিম কোহলি? ভারতীয় দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ মনে করছেন, এই সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি বলেছেন, ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ৩০ শতাংশ।
সহবাগ বলেছেন, এবার লড়াই আরও তীব্র হবে। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভেবে দেখতে হবে যে, সেঞ্চুরিয়নের পরিবেশে রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখা সঙ্গত হবে কিনা।
বীরু মনে করছেন, ভারতের ছয় বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও চার বোলার নিয়ে খেলা উচিত। তিনি বলেছেন, ভারত ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আজিঙ্কা রাহানেকে খেলাতে পারে। সেই সঙ্গে চার বোলার নিয়ে মাঠে নামা দরকার। জিততে চাইলে অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মাকে গুরুত্বপূ্র্ণ ভূমিকা নিতে হবে।
দক্ষিণ আফ্রিকার ব্লুমফেন্টনে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বীরু। ভারতীয় ব্যাটসম্যানদের কাছে তাঁর পরামর্শ, অফস্ট্যাম্পের বাইরের বল ছাড়তে হবে। তিনি বলেছেন, অফস্ট্যাম্পের বাইরের বল তাড়া করা একেবারেই উচিত হবে না। বেশিরভাগ বল ছাড়তে হবে। সোজা ব্যাটে খেলতে হবে। স্ট্রেট ড্রাইভ ও ফ্লিকের মতো শটে জোর দিতে হবে। শর্ট পিচ বলে আঘাত পাওয়ার ব্যাপারে তৈরি থাকতেই হবে।
বীরু বলেছেন,দক্ষিণ আফ্রিকায় বল বাউন্স করে। তাই বোল্ড আউট হওযার সম্ভাবনা কম থাকে। তাই ব্যাটসম্যানদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। স্কোর বোর্ড সচল রাখতে হবে। প্রতি ওভারে কমপক্ষে তিনরান নিতে হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দক্ষিণ আফ্রিকায় ঘুরে দাঁড়াতে পারবে টিম কোহলি? কী বলছেন সহবাগ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jan 2018 09:10 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -