ভুবনেশ্বর: আজ হকি বিশ্বকাপের ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। গত ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ম্যাচে ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গোলপার্থক্যে এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষস্থান দখল করে। শীর্ষস্থান হাতছাড়ায় করায় সরাসরি কোয়ার্টার ফাইনালেও পৌঁছনোর টিকিটও হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। ক্রসওভারে নিউজিল্যান্ডকে হারাতে পারলে তবেই শেষ আটের টিকিট পাকা করবে ভারত। ওয়েলশকে হারিয়ে নিজের দলকে সেই ম্যাচের জন্য আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন ভারতীয় কোচ গ্রাহাম রিড।
খেলা কবে?
আজ ২২ জানুয়ারি ভারত বনাম নিউজিল্য়ান্ড হকি ম্যাচ
কোথায় হবে খেলা?
খেলাটি হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী রবিবার সন্ধে ৭ টায় শুরু ম্যাচ
কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি?
ভারত বনাম ওয়েলস ম্য়াচটি স্পোর্টস সিলেক্ট ২-তে দেখা যাবে
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
ভারত বনাম ওয়েলস ম্যাচটি অনলাইনে হটস্টারে দেখা যাবে
কোচ গ্রাহাম রিড (Graham Reid) বলেন, ‘রবিবার ক্রসওভার স্টেজে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ক্রমতালিকায় যারা আমাদের থেকে ছ’ধাপ (১২) পিছিয়ে রয়েছে। তবুও নক-আউট ম্যাচ জেতার লক্ষ্যে ওরা ঝাঁপাবে। তাই আমাদের ডিফেন্ডারদের আরও দায়িত্ব নিতে হবে।’ বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে প্রথমে দু’গোলে এগিয়ে যায় ভারত। তারপর দারুণভাবে সমতা ফেরায় ওয়েলস। ভারতীয় খেলোয়াড়দের এখন পাখির চোখ কিউয়িদের হারিয়ে শেষ আটে জায়গা করে নেওয়া। দেশের জার্সিতে দুশোটির উপর ম্যাচ খেলা ভারতীয় তারকা আকাশদীপ সিং বলছেন, ‘ওয়েলসের বিরুদ্ধে জোড়া গোল করে আমি খুশি। তবে নক-আউটে পৌঁছনোর জন্য প্রথম দু’টি কোয়ার্টারেই জয় নিশ্চিত করে ফেলতে হবে। ওয়েলসের বিরুদ্ধে হার্দিককে মিস করেছি। আশা করি, রবিবার ওকে পাব। নিউজিল্যান্ডকে হারাতে আমরা শারীরিক ও মানসিকভাবে তৈরি।’
ভারতীয় কোচ ওয়েলশ ম্যাচের পরে বলেন, 'আমরা আজকের ম্যাচটায় বেশ ভালই খেলেছি। জানতাম (শীর্ষস্থান দখল করতে হলে) ওয়েলশকে বড় ব্যবধানে হবে। তবে আমি আমার দলের খেলোয়াড়দের স্কোরলাইনের বিষয়ে বেশি ভাবনাচিন্তা না করে ম্যাচটা উপভোগ করার জন্য বলেছিলাম। আমাদের সামনের পথটা বেশ কঠিন, কারণ এরপর আমরা ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হব। এই মাঠেই প্রো লিগে ওরা আমাদের বিরুদ্ধে ভাল খেলেছিল। ওয়েলশের মতোই দারুণ উদ্যম নিয়ে মাঠে নেমেছিল।'