জসপ্রিত বুমরাহর বলে তখন স্ট্রাইকে ছিলেন রস টেলর। একটি স্লোয়ার ডেলিভারি তাঁর প্যাডে লেগে অফ সাইডে যায়। কিউই ব্যাটসম্যানরা দ্রুত একটি রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোহলি সতর্ক ছিসেব। কভার থেকে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে বল তুলে নিয়ে একইভাবে বিদ্যুৎগতিতে স্টাইকার প্রান্তের স্টাম্প ভেঙে দেন। ততক্ষণে পড়িমড়ি করে শরীর ছুঁড়ে দিয়েও ক্রিজে পৌঁছতে পারেননি নিকোলস।
কোহলির এই দুরন্ত ফিল্ডিংয়ের ভিডিও তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়ায় কোহলির এই ফিল্ডিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
কোহলি এর আগে হাফসেঞ্চুরি করেন। শ্রেয়স আয়ার ও কেএল রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ভারত ৩৪৭ রান তোলে। তবে রস টেলরে দুরন্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।