মেলবোর্ন: শেফালি ভার্মার ব্যাটের দাপটে মহিলাদের টি ২০ বিশ্বকাপে গ্রুপ এ-র ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। মেলবোর্নের জাংশন ওভালে ওপেনার শেফালি শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন। তাঁর ৩৪ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংসের দৌলতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৮ উইকেটে ১৩৩ রান করে। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস ৬ উইকেটে ১২৯ রানে থেমে যায়। পরপর তিনটি ম্যাচ জিতে ভারত পৌঁছে যায় টুর্নামেন্টের শেষ চারে।
টসে হেরে ব্যাট করতে নেমে শেফালি দলের ইনিংসের ভিত গড়ে দেন। হরিয়ানার এই ১৬ বছরের বিস্ময় কিশোরী পঞ্চম ওভারে আন্না পিটারসেনের বলে পরপর দুটি ওভার বাউন্ডারি মারেন। পাঁচ ওভারের শেষে দলের রান পৌঁছে যায় ১ উইকেটে ৪৬-এ। ১৩.৫ ওভারে দলের ৯৫ রানে আমেলিয়া কেরের বলে আউট হন শেফালি।
এদিনের ম্যাচ জেতানো ইনিংসের পর শেফালির টি ২০ কেরিয়ারে ১৭ ম্যাচে মোট রান বেড়ে হল ৪৩৮। গড় ২৭.৩৭। ৩৪ বলে ৪৬ রানের ইনিংসের মাধ্যমে তাঁর আন্তর্জাতিক টি ২০ কেরিয়ারের স্ট্রাইক রেট পৌঁছল ১৪৭.৯৭-এ । আন্তর্জাতিক টি ২০ ম্যাচে যে কোনও মহিলা ব্যাটারের ক্ষেত্রে যা সবচেয়ে বেশি। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার চোলে ট্রিয়নের ১৩৮.৩১ স্ট্রাইক রেটকে ছাপিয়ে গেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র পাঁচ মাসের মধ্যেই এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
চলতি টি ২০ বিশ্বকাপে তাঁর মোট রান ১১৪। টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেট ১৭২.৭২। কোনও একটি মহিলা টি ২০ বিশ্বকাপে কোনও খেলোয়াড়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি।
ভারতের মহিলা ক্রিকেটে এখন রীতিমতো সেনসেশন এই ছোট্টাখাট্টো শেফালি।