নয়াদিল্লি: আজ শেষবারের মত বল হাতে তুলে নেবেন তিনি। ক্রিজের একদিক থেকে দৌড় শুরু করবেন। আগুন ঝরানো ডেলিভারির লক্ষ্যে। শেষবারের মত ছিটকে দিতে চাইবেন প্রতিপক্ষের ব্যাটসম্যানের স্টাম্প। আশিস নেহরা। বুধবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচে দেশের হয়ে শেষবার খেলেন তিনি।
এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন বাঁহাতি পেসার। ম্যাচটা জিতেই তাঁকে দুর্দান্ত একটা ফেয়ারওয়েল দিতে চান সতীর্থরা। ওয়ান ডে সিরিজে কিউইদের হারালেও সাম্প্রতিক অতীতে তাদের বিরুদ্ধে টি ২০ তে বিরাট ব্রিগেডের পারফরমেন্সটা খুব একটা ভাল নয়। টি২০ তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবকটি ম্যাচই হেরেছে তারা।
তবে, পরিসংখ্যানের দিকে তাকাচ্ছেন না ক্যাপ্টেন কোহালি। পরপর সিরিজ জয়। দুরন্ত ফর্মে রয়েছে দলটা। তৃতীয় ওয়ান ডে তে রোহিত, বিরাটের বিধ্বংসী ব্যাটিংয়ের ঝলক ফিরোজ শাহ কোটলাতেও দেখার অপেক্ষায় ভারতীয় সমর্থকেরা। অন্যদিকে, কিউইদের বিরুদ্ধে শিখর, ধোনিদের ট্র্যাক রেকর্ড বরাবরই ভাল। ভুবি, চাহল, বুমরাহদের পাশে রয়েছেন আশিস নেহরাও। শেষ ম্যাচে নিজেকে উজাড় করে আর একটা ইতিহাস গড়তে চাইবেন যিনি। ওয়ান ডে-র পর টি২০ সিরিজও পকেটে পুরতে চান বিরাট। নজর এখন ফিরোজ শাহ কোটলায়।
আজ নেহরাকে দুর্দান্ত ফেয়ারওয়েল দিতে কোটলায় জিততে মরিয়া টিম ইন্ডিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2017 11:15 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -