নয়াদিল্লি: ভারতে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়া শিবির ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। নয়াদিল্লি বিমানবন্দরে এদিন পা রাখেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। আগামী ৯ জুন থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ।


টানা ২ বছরের অপেক্ষা শেষ অবশেষে বায়ো বাবল থেকে মুক্তি পেতে চলেছে ভারতীয় ক্রিকেটাররা। আগামী ৯ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি  (T20) সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল  (Indian Cricket Team)। বিসিসিআই সূত্রে খবর, আইপিএলেই(IPL 2022) শেষবারের মতো বায়ো বাবলে থাকতে হয়েছে সব ক্রিকেটারদের। কিন্তু আসন্ন প্রোটিয়া সিরিজের জন্য ২ জলের আর কোনও ক্রিকেটারকেই বায়ো বাবলে থাকতে হবে না। তবে প্রত্যেক ক্রিকেটারেরই কোভিড টেস্ট হবে। সেখানে যদি রিপোর্ট পজিটিভ আসে, তবে অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে সেই। উল্লেখ্য, দিল্লিতে আগামী ৭ জুন থেকে ২ দল অনুশীলন শুরু করার কথা। এর ২ দিন পরই শুরু টি-টোয়েন্টি সিরিজ। প্রোটিয়া শিবিরে এবার অনেকগুলো নতুন মুখ দেখা যাবে। এছাড়া ফর্মে থাকা ডেভিড মিলারও রয়েছেন দলে। 


ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে ফিটনেস টেস্ট রাহুলদের


আইপিএলের সময়ই ১৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল প্রোটিয়া সিরিজের জন্য। রোহিত শর্মা নেই এই সিরিজে। কে এল রাহুলের নেতৃত্বে খেলতে নামবে ভারত। কিন্তু ২২ গজের লড়াইয়ে নামার আগে ফিটনেস টেস্টে পাস করতে হবে। আগামী ৫ জুন এনসিএতে ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে ফিটনেস টেস্ট দেবে রাহুল বাহিনী।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। পাঁচটি আলাদা আলাদা ভেনুতে হবে খেলা। নয়াদিল্লি, কটক, বিশাখাপত্তনম, রাজকোট ও বেঙ্গালুরুতে হবে এই সিরিজের বাকি ম্যাচগুলো। ৯ জুন প্রথম ম্যাচ হবে। ১৯ জুন শেষ ম্যাচ হবে।