(Source: Poll of Polls)
ICC Women's World Cup 2025: 'দিদি, ইয়ে আপকে লিয়ে থা', ঝুলনের হাতে বিশ্বকাপ তুলে দিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত! আনন্দে চোখে জল বাংলার কিংবদন্তি পেসারের
Women's World Cup Final: বিশ্বকাপ জিতেই বড় বার্তা দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমানপ্রীত কৌর

কলকাতা: প্রথম বিশ্বজয়ের নজির হরমনপ্রীতদের। ২০২৫-এ প্রথম মহিলা বিশ্বকাপ জয় ভারতের...কত বছরের প্রতীক্ষার পর। নতু্ন বিশ্বচ্যাম্পিয়ন পেল মহিলাদের ক্রিকেট। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। রবিবারের রাত দেখেছে এক চরম উন্মাদনার। ভারতীয় মহিলাদের বিশ্বজয়ের সাক্ষী হল আসমুদ্র-হিমাচল।
বিশ্বকাপ জিতেই বড় বার্তা দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমানপ্রীত কৌর। তিনি বলেন, 'এটা শুরু। আমরা এই বাধাটাই কাটাতে চেয়েছিলাম এতদিন ধরে। আর আমাদের পরবর্তী পরিকল্পনা হল এটাকে অভ্যাসে পরিণত করা। অনেকদিনের অপেক্ষা ছিল। অনেক বড় বড় সুযোগ সামনে আছে। আরও উন্নতি করতে চাই। এটা শেষ নয়, শুরু।'
ফাইনালের ম্যাচ ছিল যতটা উন্মাদনার, তার চেয়েও বেশি ছিল আবেগের। মিতালি রাজ, ঝুলন গোস্বামী, অঞ্জুম চোপড়াদের আবেগঘন সেই মুহূর্তই বারবার সামনে এসেছে। একসময় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বারবার প্রথম সারিতে নিয়ে এসেছেন যারা তাঁদের মধ্যে এঁরা কিংবদন্তি। একাধিকবার ট্রফির কাছাকাছি গিয়েও ফিরে এসেছেন এঁরা সকলেই। কিন্তু এবার এই অগ্রজরা পেলেন অনুজদের জেতা ট্রফি নিজের করে ছুঁয়ে দেখার সুযোগ।
রবিবার বিশ্বজয়ের পর আরব সাগর তীরে যখন মুহূর্মূহ আতসবাজিতে আকাশ একাকার তখন সেলিব্রেশনের মাঝেই 'সিনিয়র' ঝুলন গোস্বামীর হাতে বিশ্বকাপটি তুলে দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। বলেন, 'দিদি ইয়ে আপকে লিয়ে' (দিদি এটা আপনার জন্য)। কাপ হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন ঝুলন গোস্বামী। বিশ্বকাপ হাতে নিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি বাংলার এই কিংবদন্তী পেসার।
View this post on Instagram
জয়ের পর ঝুলন টুইট করে এও বলেন, 'এটা আমার স্বপ্ন ছিল, আর তোমরা এটিকে বাস্তবের রূপ দিয়েছ। কাপ এখন ঘরে'।
আবেগঘন মুহূর্তের পর ঝুলন এও জানান যে, বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে, স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌর তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারাই তার জন্য খেতাবটি জিতবেন।
ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেন। জবাবে ৪৫ দশমিক ৩ ওভারে ২৪৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। প্রথম বাঙালি হিসাবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষ। ৭৮ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস শেফালি ভার্মার, যোগ্য সঙ্গত দিলেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা। বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি ৩৯ রানে ৫ উইকেট নেন দীপ্তি শর্মা। ম্যাচের শেষ ক্যাচ ধরেন হরমনপ্রীত। অধিনায়কের ক্যাচে বিশ্বজয় করল ভারত।























