India Women vs South Africa Women Final: 'দুরন্ত পারফরম্যান্স, আত্মবিশ্বাস ও দক্ষতার জয়', বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছাবার্তা মোদির
Women's World Cup 2025 Winner: প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয়।'

কলকাতা: দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। সেমিফাইনালে অজি বধের পর এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়। এই বিশ্বজয়ের রাতে ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মোদি।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয়। ফাইনালে এই পারফর্মেন্স অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাসের প্রতীক। পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি ব্যতিক্রমী দলগত কাজ এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলাধুলায় মনোনিবেশ করতে অনুপ্রাণিত করবে।'
A spectacular win by the Indian team in the ICC Women’s Cricket World Cup 2025 Finals. Their performance in the final was marked by great skill and confidence. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. Congratulations to our players. This…
— Narendra Modi (@narendramodi) November 2, 2025
প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেন। জবাবে ৪৫ দশমিক ৩ ওভারে ২৪৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। প্রথম বাঙালি হিসাবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষ। ৭৮ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস শেফালি ভার্মার, যোগ্য সঙ্গত দিলেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা। বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি ৩৯ রানে ৫ উইকেট নেন দীপ্তি শর্মা। ম্যাচের শেষ ক্যাচ ধরেন হরমনপ্রীত। অধিনায়কের ক্যাচে বিশ্বজয় করল ভারত।
ভারতের এই ঐতিহাসির জয় আসলে ক্রিকেটের উত্তোরণ। এবার অলিতে-গলিতে, ক্রিকেটের ২২ গজে বিরাট, রোহিতদের পাশাপাশি খুদে প্রতিভাদের আইডল হয়ে উঠবেন হরমনপ্রীত, জেমাইমারা। ২২ গজে নতুন দিগন্ত। যে ক্রিকেট বৈষম্য মুছে দেয়, মুছে দেয় যাবতীয় ভেদাভেদ, যে ক্রিকেট আসলে ঘুরে দাঁড়ানোর রসদ। মুম্বইয়ে সবুজ গালিচায় এদিন হরমনপ্রীতদের বিশ্বজয়ের সাক্ষী রইলেন সচিন, রোহিতরা। উঠল নীলঝড়। ভাসাল আবেগের সুনামিতে।






















