কলকাতা: আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ (Asia Cup 2023)। আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। টুর্নামেন্টের ইতিহাসে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) কোন ব্যাটারের ঝুলিতে সর্বাধিক রান, কোন বোলার সর্বাধিক উইকেট নিয়েছেন, সেঞ্চুরির সংখ্য়াতেই বা কে সবার আগে? এবিপি লাইভ খতিয়ে দেখল সেই পরিসংখ্য়ান-


২০০৮ সালে হংকংয়ের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ৩৭৪ রান বোর্ডে তুলেছিল ভারত। যা এখনও পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে সর্বাধিক স্কোর ভারতের। ১৯৯৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬৯ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এটি সর্বনিম্ন স্কোর।


এই টুর্নামেন্টে রানের বিচারে ৯৭১ রান করে সবার আগে সচিন তেন্ডুলকর। ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৩ রান বিরাট কোহলির ঝুলিতে। সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন কিং কোহলিই। এক মরসুমে সর্বাধিক ৩৭২ রান সুরেশ রায়নার দখলে। বোলারদের মধ্যে ২২ উইকেট নিয়ে শীর্ষে ইরফান পাঠান। তিনিই এক মরসুমে সর্বাধিক ১৪ উইকেট নিয়েছিলেন। উইকেটের পেছনে সবচেয়ে বেশি ৩৬ শিকার মহেন্দ্র সিংহ ধোনির। সর্বাধিক ৮টি ক্যাচ লুফেছেন সুরেশ রায়না।


এশিয়া কাপে মোট ৬ বার ম্য়াচের সেরা হয়েছেন সচিন তেন্ডুলকর। সর্বাধিক ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমএস ধোনি। ২০১৪ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে জুটি ২১৩ রান বোর্ডে যোগ করেছিল। এটিই এখনও পর্যন্ত যে কোনও ভারতীয় জুটির সর্বাধিক রানের পার্টনারশিপ এশিয়া কাপের মঞ্চে। 


আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। এশিয়া কাপের মঞ্চে এখনও পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ৮ ম্যাচ জিতেছে ভারত। টুর্নামেন্টে এগিয়ে টিম ইন্ডিয়াই। টি-টোয়েন্টি ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের শতকরা ভাগ ১০০। ওয়ান ডে ফর্ম্যাটে পাকিস্তান ভারতকে ৫ বার হারিয়েছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত-পাকিস্তান এশিয়া কাপের মঞ্চে প্রথমবার মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে শের ই বাংলা স্টেডিয়ামে। ১৯৯৭ সালের এশিয়া কাপ ৫০ ওভারের ফর্ম্যাটে ছিল। সেই একবার মাত্র টুর্নামেন্টের ইতিহাসে ভারত-পাকিস্তান ম্যাচ ড্র হয়েছিল।