চেন্নাই: এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফিতে (Asian Champions Trophy) নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টুর্নামেন্টের ২০২১ সালের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে (South Korea vs India) ৩-২ স্কোরলাইনে পরাজিত করল ভারতীয় পুরুষ হকি (Indian Hockey Team)। এই জয়ের সঙ্গেই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত। এই ম্যাচে জয়ের সুবাদে চার ম্যাচে তিনটি জয় ও একটি ড্রয়ের সুবাদে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল ভারত। অপরদিকে, তিনটি ম্যাচ জিতলেও, একটি ম্যাচ হারায় মালয়েশিয়া নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।


ব়্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বের চতুর্থ দল ভারত এদিন কিন্তু ম্যাচের শুরুটা কিন্তু ভালই করেছিল। ম্যাচের শুরুতেই সুখজিৎ সিংহের দুরন্ত পাস থেকে নীলকান্ত শর্মা ছয় মিনিটে ভারতকে এগিয়ে দেন। তবে কোরিয়াও হাল ছেড়ে দেয়নি। ম্যাচের ১২ মিনিটেই সমতায় ফেরে তারা। সুংহিউন কিম ভারতীয় রক্ষণের ব্যর্থতাকে কাজে লাগিয়ে কোরিয়াকে ম্যাচে ফেরান। কোরিয়ার আক্রমণাত্মক হকির জবাব ভারতও আক্রমণের মাধ্যমেই দেয়। ২২ মিনিটে ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত সিংহের ফ্লিক প্রতিহত হলেও, তিনি ফিরতি বল জালে জড়িয়ে ভারতকে আবারও ম্যাচে এগিয়ে দেন।


দ্বিতীয়ার্ধে হরমনপ্রীত পাস রুখতে অমিত রুহিদাস ব্যর্থ হন এবং কোরিয়া পেনাল্টি কর্নার পায়। তবে সেই কর্নার থেকে তারা গোল করতে পারেননি। উল্টে প্রতিআক্রমণে মনদীপ সিংহ গোল করে ভারতকে ৩-১ এগিয়ে দেন। ৪৭ মিনিটের মাথায় ভারত আরও এগিয়ে যেতে পারত, তবে হরমনপ্রীত পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেননি। পরবর্তী ১০ মিনিট কোরিয়া আক্রমণের ঝড় তোলে। আট-আটটি পেনাল্টি কর্নার পায় তারা। ম্যাচের ৫৮ মিনিটে ইয়াং জিহুন কোরিয়ার হয়ে ব্যবধান কমান বটে। তবে ম্যাচে সমতায় ফিরতে পারেনি তারা। শেষমেষ ভারতীয় দল পাঁচ বছর বাদে কোরিয়াকে হারাতে সক্ষম হয়।  


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: প্রথম দুই আন্তর্জাতিক ম্যাচেই দুরন্ত ব্যাটিং, দ্রাবিড়, হার্দিককেই কৃতজ্ঞতা জানাচ্ছেন তিলক