জহর বাহরু: হকিতেও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। সুলতান অফ জোহর কাপে পেনাল্টি শ্যুট আউটে ৬-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতের জুনিয়র দল (Indian Hockey Team)। প্রথমে ৩-৩ ব্যবধানে নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছিল। টাইব্রেকারে এরপর জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথমে নির্ধারিত সময়ের খেলায় ভারতের হয়ে গোল করেন অরুণ সাহানি। তিনি ১১ মিনিটের মাথায় গোল করেন। ৪২ মিনিটের মাথায় গোল করেন পুভান্না সিবি। অধিনায়ক উত্তম সিংহ ৫২ মিনিটের মাথায় গোল করেন। পাকিস্তানের হয়ে গোল করেন ৩৩ মিনিটের মাথায় সুফিয়ান খান। আব্দুল কায়াম ৫০ মিনিটের মাথায় গোল করেন। ৫৭ মিনিটের মাথায় গোল করেন শাহিদ হান্নান। 


এর আগে নিউজিল্যান্ডকে ৬-২ ব্যবধানে হারিয়ে সুলতান অফ জোহর কাপের সেমিফাইনালে উঠেছিল ভারত। সেই ম্যাচের প্রথম কোয়ার্টারেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। থম মিনিটেই পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারতীয় দল। ২ মিনিটের মাথায় গোল করতে কোনও ভুল করেননি  আমনদীপ লাকরা। ম্যাচের ৭ এবং ৩৫ মিনিটে আরও দু’টি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আমনদীপ। তাঁর দ্বিতীয় গোলটিও এসেছে পেনাল্টি কর্নার থেকে। দুটি গোল করেছেন অরুণ সাহানি। ১২ এবং ৫৩ মিনিটে গোল করেছেন তিনি। অপর গোলটি ম্যাচের ৫২ মিনিটে করেন পূবন্না চান্দুরা ববি। নিয়মিত ব্যবধানে গোল দিলেও কয়েকটি সহজ সুযোগও নষ্ট করেছে ভারতীয় দল। নিউ জ়িল্যান্ডের গোলদাতা লুক অ্যালড্রেড। তিনি ২৯ এবং ৬০ মিনিটে গোল করেন।


সেমিতে উঠলেও এরপর জার্মানির বিরুদ্ধে হেরে যেতে হয় ভারতকে। ৬-৩ গোলে জয় ছিনিয়ে নেয় জার্মানি। তিনবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দেয় তারা। ১৬ তম মিনিটে জার্মানির হয়ে ম্যাচের প্রথম গোলটি করে দলকে লিড এনে দেন ক্রিশ্চিয়ান ফ্রাঞ্জ। ২৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন নিকাস বেরেন্ডিস। এরপর ৩৫ তম মিনিটে ভারতের হয়ে একটি গোল শোধ করেন আমনদীপ লাকরা। পির হিনরিচ ম্যাচের ৪৩ এবং ৪৮ মিনিটে করেন দুটি গোল। নিকাস বেরেন্ডিস তাঁর দ্বিতীয় গোলটি করেন ৪৫ মিনিটে। ৪৯ মিনিটে গোল করে ৬-১ করেন স্পারলিং ফ্লোরিয়ান। ভারতের হয়ে ৫৮ মিনিটে উত্তম সিং এবং ৬০ মিনিটে রোহিত গোল করে ব্যবধান কমালেও দলের হার আটকাতে পারেননি।