Gary Lineker: প্রাক্তন ফুটবল খেলোয়াড় গ্য়ারি লিনেকারকে (Gary Linekar) নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। এবার সেই প্রসঙ্গেই বিবিসি'র (BBC) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (ANurag Thakur)। শনিবার ট্যুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর সেখানেই গ্যারি লিনেকারের সাসপেনশনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। ম্যাচ অফ দ্য ডে (Match Of The Day) নামের জনপ্রিয় ফুটবল শোয়ের সঞ্চালনা করতেন গ্যারি। সেই পদ থেকেই রাতারাতি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ব্রিটেনের নতুন অ্যাসাইলাম নীতির কড়া সমালোচনা করেছিলেন প্রাক্তন ফুটবলার। সেই নিয়েও শুরু হয় বিতর্ক। এবার তারই খেসারত দিতে হয়েছে গ্যারি লিনেকারকে। 


 






 






 






ব্রিটেন সরকারের বেআইনি অভিবাসন বিল প্রসঙ্গে মন্তব্য করেছিলেন প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকার। আর সেই সূত্রেই বিবিসি কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে এই প্রাক্তন ফুটবলার সংস্থার নিয়ম নীতি উল্লঙ্ঘন করেছেন। সেই জন্যই তাঁকে ম্যাচ অফ দ্য ডে শোয়ের সঞ্চালনা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিবিসির তরফে জানানো হয়েছে যে গ্যারি ল্যারিকেনের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া গতিবিধি সংস্থার নিয়ম ভঙ্গ করেছে। অবশ্যই তাঁর নিজস্ব মতামত থাকতে পারে। কিন্তু তাই বলে কোনও রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক দল সংক্রান্ত বিষয়ে তাঁর কোনও পক্ষ না নেওয়াই উচিত। এর পাশাপাশি এও বলা হয়েছে যে যতদিন পর্যন্ত না প্রাক্তন ফুটবলারের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে কোনও স্পষ্ট অবস্থান বা চুক্তি নির্ধারিত হবে, ততদিন পর্যন্ত 'ম্যাচ অফ দ্য ডে' শোয়ের সঞ্চালনা করতে পারবেন না গ্যারি লিনেকার। 


আরও পড়ুন- কোহলির মুকুটে রঙিন পালক, টেস্টে পৌঁছলেন নতুন শিখরে