Murali Sreeshankar: চোট কাটিয়ে প্রত্যাবর্তনেই পর্তুগালে লং জাম্পে সোনা জিতলেন মুরলি শ্রীশঙ্কর
Murali Sreeshankar Wins Gold: হাঁটুর চোট গত এপ্রিলে তাঁর অলিম্পিক্স খেলার স্বপ্নও শেষ করে দিয়েছিল। প্যারিসের যে ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, সেখানে নাম ছিল না মুরলিশ শ্রীশঙ্করের।

মাইয়া: ২০২৩ সালের পর এই প্রথমবার নেমেছিলেন। চোটের জন্য গত দু বছর ভুগেছিলেন বিশাল। কিন্তু প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন ভারতের লং জাম্পার মুরলি শ্রীশঙ্কর। পর্তুগালের মাইয়া শহরে আয়োজিত মিটিং মাইয়া সিদাদে দো দেস্পোর্তো ২০২৫ মিট-এ সবার সেরা লাফটি দিলেন ভারতের এই ২৬ বছরের লং জাম্পার। দূরত্ব পেরলেন ৭.৭৫ মিটার।
হাঁটুর চোট গত এপ্রিলে তাঁর অলিম্পিক্স খেলার স্বপ্নও শেষ করে দিয়েছিল। প্যারিসের যে ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, সেখানে নাম ছিল না মুরলিশ শ্রীশঙ্করের। কেরলের মুরলি তবুও ভেঙে পড়েননি। গত দু বছরে নিজের ফিটনেস আরও শক্তিশালী করে তুলেছিলেন। যার প্রমাণ পাওয়া গেল পর্তুগালে। এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে মুরলি লাফ দিয়েছিলেন ৭.৬৩ মিটার। দ্বিতীয় চেষ্টায় সবার সেরা লাফটি দেন। এরপর তিনটি রাউন্ডে যথাক্রমে ৭.৬৯ মিটার, একটি ফাউল ও ৬.১২ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।
২০২৩ সালে এশিয়ান গেমসের পর থেকেই টার্ফের বাইরে ছিলেন। আর চোটের জন্য গত দু বছরে কোনও চ্যাম্পিয়নশিপে, টুর্নামেন্টে নামতে পারেননি। কয়েক সপ্তাহ আগে পুণেতে ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্সে প্রথমবার চোট সারিয়ে নেমেছিলেন। সেখানে সেরা লাফটি দেন ৮.০৫ মিটার দূরত্ব অতিক্রম করেন। সোনাও জিতেছিলেন। এবার বিশ্বমঞ্চে দাপট দেখালেন মুরলি।
ভারত-পাকিস্তান ম্য়াচ বাতিল
এদিকে, পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে লেজেন্ডস লিগের ভারত-পাক ম্য়াচও বাতিল হয়ে গেল। চলতি বছরের এপ্রিল মাসেই পহেলগাঁওয়ে নিরপরাধ, অস্ত্রহীন সাধারণ ট্যুরিস্টদের ওপর আক্রমণ চালায় সন্ত্রাসবাদীর। পাক মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণের পরেই কড়া ব্যবস্থা নেয় ভারত সরকার। পড়শি দেশে জঙ্গি ঘাঁটি ধ্বংসের উদ্দেশে চলানো হয় 'অপারেশন সিঁদুর'। সেই সন্ত্রাসবাদী আক্রমণের পর কয়েক মাস কেটে গেলেও, সেই আক্রমণের ক্ষত এখনও ভারতীয়দের মনে দগদগে। তারপরেই বিভিন্ন মহল থেকে পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত খেলাধুলোও বয়কটের ডাক উঠেছিল। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়নি। তবে পহেলগাঁও আক্রমণের পর এই টুর্নামেন্টেই প্রথমবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে। বিলেতে আজ দুই প্রতিবেশি দেশের ম্যচ আয়োজিত হত। তবে সেই ম্যাচ শেষমেশ বাতিল করা হয়। ভারত-পাকিস্তান আর কোনওদিনও ২২ গজে আদৌ মুখোমুখি হবে কি না, তা নিয়েও কিন্তু বড় প্রশ্ন চিহ্ন উঠে গেল।






















