এক্সপ্লোর
Advertisement
ড্রেসিংরুমে ধবনের মাথায় ম্যাসাজ কোহলির
নয়াদিল্লি: অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরটা খুব কেটেছে বিরাট কোহলির। তবে চোটের জন্য টি ২০ সিরিজের নির্নায়ক তৃতীয় ম্যাচটি খেলতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক। তিন ম্যাচের ওই সিরিজ ভারত ২-১ জিতেছে। পিঠে ব্যাথার জন্য বিশ্রাম নিয়েছিলেন কোহলি। তাঁর জায়গায় অধিনায়ত্ব করেন রোহিত শর্মা। তবে ড্রেসিংরুমে কোহলিকে যথেষ্ট সক্রিয় দেখা যায় কোহলিকে। হার্দিক পান্ড্য যখন তাঁর বোলিং স্পেল শেষ করলেন, তখন ড্রেসিংরুম থেকেই হাততালি দিয়ে বাহবা দিলেন কোহলি। আবার একটা সময় দলের সহ খেলোয়াড় শিখর ধবনের মাথায় ম্যাসাজ করতে দেখা গেল কোহলিকে। কেপটাউনের নিউল্যান্ডসে ড্রেসিংরুমে শিখর তখন বসে ছিলেন। কোহলিকে উঠে এসে 'গব্বরে'র মাথায় ম্যাসাজ করতে দেখা গেল। ঘটনা নিয়ে ধারাভাষ্যকাররাও মজা করেন।
Virat Kohli transferring his skills to Shikhar Dhawan #SAvIND #Dhawan #INDvsSA #bhuvi pic.twitter.com/QR5Hnnjvqj
— Arvind Shrivastav (@ARVINDHITMAN) February 24, 2018
আসলে মাঠ ও মাঠের বাইরে কোহলি ও ধবনের সম্পর্কের রসায়ণটা খুবই ভালো। দুজনের পরিবারের সঙ্গে ছবি ও সেলফির পাশাপাশি কোহলি ও ধবনের জুটিও মাঠে যথেষ্ট সফল। বিশেষ করে সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরের সীমিত ওভারের সিরিজে কোহলি-ধবন যুগলবন্দী দলের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।
জোহানেসবার্গে চতুর্থ একদিনের ম্যাচে কোহলি ও ধবন দ্বিতীয় উইকেটে ১৫৮ রান যোগ করে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড স্পর্শ করেন। এই নিয়ে অষ্টমবার ১০০-র বেশি রানের পার্টনারশিপ হল দুজনের। এর আগে দ্বিতীয় উইকেট জুটিতে আটটি একশোর বেশি রান তোলার রেকর্ড ছিল সৌরভ ও দ্রাবিড়ের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement