মুম্বই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) হয়েছিলেন রকস্টার। ধনকুবেরদের বানানো হয়েছিল গরিব। এমনকি মোকা-র প্রভাবে বর্তমানে তাপপ্রবাহে পুড়তে থাকা থাকা কলকাতায় হয়েছিল বরফপাতও। এবার সামনে এল ভারতীয় ক্রিকেটার (Indian Cricketers) নারীরূপ। সৌজন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা। বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (Artifical Intelligence)।
অ্যাপের সাহায্যে বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিল (Subhman Gill), মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), গৌতম গম্ভীর (Goutam Gambhir), যুবরাজ সিংহদের (Yuvraj Singh) নারীরূপের ছবি তৈরি করে সামনে এনেছেন এক শিল্পী। কয়েকদিন আগে সেই সমস্ত ছবিগুলো সোশাল মাধ্যমে শেয়ার করেছেন ওই শিল্পী। আর যে ছবিগুলো সামনে আসার পর থেকেই সোশাল মিডিয়াতে আলোচনার কেন্দ্রে ছবিগুলো।
যেখানে দেখা যাচ্ছে, বিরাট কোহলি হয়েছেন বিদ্যা কোহলি, শুভমন গিল পাল্টে গিয়েছেন সুভদ্রা গিলে। মহেন্দ্র সিংহ ধোনির নারীরূপের নাম অবশ্য মাহি সিংহ ধোনিই। হার্দিককে হর্ষলি পাণ্ড্য, যুবরাজকে যুবরানি সিংহ নামে পাল্টে দেওয়া হয়েছে। শেখ মহম্মদ আবু শাহিদ নামের শিল্পী মিডজার্নি নামক অ্যাপের সাহায্যে যে কাজ করেছেন। নিজের ইনস্টাগ্রাম পেজে তা শেয়ার করেছেন ওই শিল্পী। নিজের পেজে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একাধিক পরিচিত ফুটবলারদের নারীরূপে ছবি থেকে ফিটনেসের অভাবে যদি ক্রিকেটাররা মোটা হয়ে যেতেন, তাহলে কেমন দেখতে লাগত, সেই ছবিও বানিয়ে পোস্ট করেছেন তিনি।
যদিও ক্রিকেটারদের নারীরূপের ছবিগুলো যেভাবে ভাইরাল হয়েছে, তেমনটা বাকিগুলো হয়নি। যা নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়ও। কয়েকজনের মতে, শুভমন গিলের নারীরূপ নজর কেড়ছে। আবার বেশ কয়েকজনের মতে, গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিংহ ধোনির নারীরূপ বেশি নজর কাড়ার মতো। কেউ কেউ তো একধাপ এগিয়ে গৌতম গম্ভীরের নারীরূপের সঙ্গে সারা আলি খানেরও তুলনা টেনেছেন। সবমিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিল্পীর ভাবনা নিয়ে আলোচনায় সরগরম নেটমহলে।
আরও পড়ুন- পাঞ্জাবকে হারিয়ে প্লে অফের দৌড় আরও জমিয়ে দিল কেকেআর, কারা এগিয়ে?
আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?