অসমর্থিত সূত্রে খবর, ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। ৩১ মার্চ আরসিবি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে প্রথম ম্যাচ ৩ এপ্রিল। সেদিন দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কেকেআর। লিগ পর্যায়ের শেষ ম্যাচ ১৭ মে। ফাইনাল ২৪ মে। এবারের আইপিএল-এ শনিবার আর জোড়া ম্যাচ থাকছে না। তার ফলে গতবার ৪৪ দিনে এই প্রতিযোগিতা শেষ হয়ে গেলেও, এবার দিনের সংখ্যা বেড়ে হচ্ছে ৫০। রাজস্থান রয়্যালস জয়পুরের পাশাপাশি গুয়াহাটিতেও কয়েকটি ম্যাচ খেলতে পারে। বাকি দলগুলি আগের মতোই নিজেদের পুরনো মাঠেই খেলবে।
আইপিএল গভর্নিং কাউন্সিল আগেই জানিয়েছে, বিভিন্ন মহল থেকে চাপ থাকলেও, রাত্রের ম্যাচগুলি আটটা থেকেই শুরু হবে। সন্ধে সাড়ে সাতটা থেকে খেলা শুরু হবে না। বিকেলের ম্যাচগুলি চারটে থেকেই শুরু হবে। আইপিএল শুরু হওয়ার আগে একটি অলস্টার ম্যাচ হবে।