IPL 2021 Player Auction: অর্জুন তেন্ডুলকরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স
IPL 2021 Auction LIVE Updates in Chennai: আইপিএলের নতুন পর্ব শুরু হওয়ার আগে নিজেদের গুছিয়ে নিতে মরিয়া সব দলই। কোন কোন ক্রিকেটার রয়েছেন প্রথম তালিকায়?
IPL 2021 Auction: অর্জুন তেন্ডুলকরকে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত বেসপ্রাইস ২০ লক্ষ টাকায় সচিন-পুত্রকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
IPL 2021 Auction: ২ কোটি টাকায় স্যাম বিলিংসকে কিনল দিল্লি। মুজিব উর রহমানকে দেড় কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ। সি হরি নিশান্তকে ২০ লক্ষ টাকায় কিনল চেন্নাই সুপার কিংস। বেন কাটিংকে ৭৫ লক্ষ টাকায় কিনল কেকেআর। বেঙ্কটেশ আয়ারকে ২০ লক্ষ টাকায় কিনল কেকেআর। পবন নেগিকেও ৫০ লক্ষ টাকায় কিনল কেকেআর।
IPL 2021 Auction: বেসপ্রাইস ২ কোটি টাকায় হরভজন সিংহকে কিনল কলকাতা নাইট রাইডার্স।
IPL 2021 Auction LIVE: কেদার যাদবকে ২ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
IPL 2021 Auction: করুণ নায়ারকে ৫০ লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
IPL 2021 Auction LIVE: ২০ লক্ষ টাকায় সৌরভ কুমারকে কিনল প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস।
IPL 2021 Auction: কে ভগত বর্মাকে ২০ লক্ষ টাকায় কিনল সিএসকে। যুদ্ধবীর চড়ককে ২০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স। মার্কো জেসনকে ২০ লক্ষ টাকায় কিনল মুম্বই।
IPL Player Auction: জিমি নিশামকে ৫০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
IPL 2021 Auction: কুলদীপ যাদবকে ২০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
IPL 2021 Auction: ২০ লক্ষ টাকায় এম হরিশঙ্কর রেড্ডিকে নিল চেন্নাই সুপার কিংস।
IPL 2021 Auction: সুয়েশ প্রভুদেশাইকে ২০ লক্ষ টাকায় কিনল আরসিবি।
IPL 2021 Auction: লায়াম লিভিংস্টোনকে ৭৫ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
IPL 2021 Auction: বেসপ্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে ৪ কোটি ৮০ লক্ষ টাকায় কিনল আরসিবি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দর কষাকষির পর।
IPL 2021 Auction: ফ্যাবিয়েন অ্যালেনকে ৭৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস।
IPL 2021 Auction: বৈভব অরোরাকে ২০ লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
IPL 2021 Auction: উৎকর্ষ সিংহকে ২০ লক্ষ টাকায় কিনল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।
IPL 2021 Auction: ৩০ লক্ষ টাকায় জলজ সাক্সেনাকে কিনল পঞ্জাব কিংস।
IPL Auction LIVE: নিলামে দল পেলেন না মোহিত শর্মা, মিচেল ম্যাকলেনাঘান, বিলি স্ট্যানলেক, পবন নেগি, জেসন বেহরেনডর্ফ, অঙ্কিত রাজপুত।
IPL Auction LIVE: মোয়েজ় অনরিকসকে নিয়ে দড়ি টানাটানি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পঞ্জাব কিংসের মধ্যে। বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। শেষ পর্যন্ত অস্ট্রেলীয় অলরাউন্ডারকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল পঞ্জাব।
IPL Auction LIVE: টম কারানকে ৫ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
IPL Auction LIVE: কাইল জেমিসনকে নিয়ে প্রবল লড়াই হল রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর ও পঞ্জাব কিংসের। বেস প্রাইস ছিল মাত্র ৭৫ লক্ষ টাকা। সেখান থেকে ১৫ কোটি টাকায় বিক্রি হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। কিনল বিরাট কোহলির আরসিবি।
IPL 2021 Auction LIVE: গতবারের আইপিএলে অবিক্রিত ছিলেন। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। সেই চেতেশ্বর পূজারাকে ৫০ লক্ষ টাকাতেই কিনল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস।
IPL 2021 Auction LIVE: ৪ কোটি ৪০ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালস কিনেছে শিবম দুবেকে। তিনি বলেছেন, 'আরও ভাল পারফর্ম করতে চাই। নেটে জোফ্রা আর্চারের বোলিং খেলতে পারব। তাতে নিজের ক্রিকেটকে আরও ঘষামাজা করে নিতে পারব বলে আমার বিশ্বাস।'
IPL Player Auction: এক সময় কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। তাঁকে বিস্ময় স্পিনার মনে করা হয়। সেই কে সি কারিয়াপ্পাকে ২০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
IPL Player Auction: জগদীশ সুচিথকে ৩০ লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
IPL Player Auction: এম সিদ্ধার্থকে বেসপ্রাইস ২০ লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
IPL Player Auction: ৮ কোটি টাকায় রিলে মেরিডিথকে কিনল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।
IPL Player Auction: বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। চেতন সকরিয়াকে ১ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
IPL Player Auction: লুকমান হোসেন মেরিওয়ালাকে ২০ লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
IPL Player Auction: মহম্মদ আজহারউদ্দিনকে ২০ লক্ষ টাকায় কিনল বিরাট কোহলির আরসিবি
IPL Player Auction: শেলডন জ্যাকসনকে ২০ লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
IPL Player Auction: বিষ্ণু বিনোদকে ২০ লক্ষ টাকায় কিনল দিল্লি ক্য়াপিটালস।
IPL Auction LIVE: কে গৌতমের ন্যূনতম দর ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে নিয়ে দড়ি টানাটানি হল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের। শেষ পর্যন্ত বাজি মারল চেন্নাই সুপার কিংস। ৯ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনল ধোনির দল।
IPL Auction LIVE: বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। সেখান থেকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় শাহরুখ খানকে কিনল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।
IPL Auction LIVE: ২০ লক্ষ টাকায় রিপল পটেলকে কিনল দিল্লি ক্য়াপিটালস।
IPL Auction LIVE: বেস প্রাইস ২০ লক্ষ টাকায় রজত পতিদারকে কিনল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
IPL 2021 Auction LIVE: ২০ লক্ষ টাকায় সচিন বেবিকে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
IPL 2021 Auction LIVE: ন্যূনতম মূল্য ছিল ৫০ লক্ষ টাকা। লেগস্পিনার পীযূষ চাওলাকে নিয়ে দড়ি টানাটানি হল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। শেষ পর্যন্ত ২ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
IPL 2021 Auction: অবিক্রিত থেকে গেলেন হরভজন সিংহ। এছাড়াও দল পেলেন না শেলডন কটরেল, মুজিব উর রহমান।
IPL 2021 Auction: ভারতীয় দলের পেসার উমেশ যাদবকে ১ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস
IPL 2021 Auction: নাথান কুল্টার নাইলকে ৫ কোটি টাকায় কিনল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
IPL 2021 Auction: ঝাই রিচার্ডসনকে নিয়ে দর কষাকষি পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। শেষ পর্যন্ত টাকায় তাঁকে ১৪ কোটি টাকায় কিনল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।
IPL 2021 Auction LIVE: ১ কোটি টাকায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কিনল রাজস্থান রয়্যালস।
IPL 2021 Auction LIVE: নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেকে নিয়ে দড়ি টানাটানির পর ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
IPL Auction LIVE: ২০১২ ও ২০১৪, কলকাতা নাইট রাইডার্সের দুবারের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন শাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে ফের কিনল কেকেআর। নিলামের বিরতিতে কেকেআরের ব্যাটিং পরামর্শদাতা অভিষেক নায়ার বললেন, 'কেকেআরের রসায়ন জানে ও। বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স। শাকিব নেতৃত্ব দিতেও জানে।'
IPL Player Auction: দেড় কোটি টাকায় দাভিদ মালানকে কিনল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস
IPL Player Auction: আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনল রাজস্থান রয়্যালস। এর আগে ১৬ কোটি টাকা দাম পেয়েছিলেন যুবরাজ সিংহ। তিনিই ছিলেন সবচেয়ে দামি প্লেয়ার। বৃহস্পতিবার থেকে যে জায়গা দখল করলেন ক্রিস মরিস।
IPL 2021 Auction LIVE: ৪ কোটি ৪০ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালস কিনল শিবম দুবেকে
IPL 2021 Auction: ৭ কোটি টাকায় মঈন আলিকে কিনল চেন্নাই সুপার কিংস।
IPL 2021 Auction: বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
IPL 2021 Auction: গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে দড়ি টানাটানি হল কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। শেষ পর্যন্ত ১৪ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনল আরসিবি।
IPL 2021 Auction: ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। স্টিভ স্মিথকে নিয়ে বিডিং শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনল দিল্লি ক্যাপিটালস।
IPL 2021 Auction: আজ চেন্নাইয়ে চতুর্দশ আইপিএলের নিলাম। কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিলামের টেবিলে থাকছেন জাহ্নবী মেহতা। সম্ভবত ক্রিকেটারদের জন্য দর হাঁকবেন তিনিই। জানেন কে এই জাহ্নবী? তিনিও তারকা কন্যা। জুহি চাওলা ও জয় মেহতার মেয়ে। সিনেমার চেয়ে যাঁর ক্রিকেটে এখন বেশি আগ্রহ।
১২ জন প্লেয়ারের বেস প্রাইস নির্ধারিত হয়েছে দেড় কোটি টাকা। যে ১১ খেলোয়াড়ের বেস প্রাইস ১ কোটি টাকা, তাঁদের মধ্যে রয়েছেন দুই ভারতীয় হনুমা বিহারী ও উমেশ যাদব।
১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি গত ২১ জানুয়ারি তাদের রিটেনড ও রিলিজড খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে। এবার যে খেলোয়াড়রা রিলিজ পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, লাসিথ মালিঙ্গা, স্টিভ স্মিথ, হরভজন সিংহ, পিযুষ চাওলার মতো ক্রিকেটাররা।
এবার যে প্লেয়াররা নিলামের উঠবেন তাঁদের চূড়ান্ত তালিকা গত ১১ ফেব্রুয়ারি বোর্ড প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন ২৯২ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ১৬৪ জন ভারতের, ১২৫ জন বিদেশী ও তিন প্লেয়ার অ্যাসোসিয়েট দেশগুলির।
আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আজ চেন্নাইয়ে দুপুর তিনটে থেকে। আগামী এপ্রিল-মে মাসে ১৪ তম আইপিএলের আয়োজন হতে পারে।
প্রেক্ষাপট
চেন্নাই: আজই আইপিএল-এর নিলাম। আইপিএলের নতুন পর্ব শুরু হওয়ার আগে নিজেদের গুছিয়ে নিতে মরিয়া সব দলই। কোন কোন ক্রিকেটার রয়েছেন প্রথম তালিকায়? কোন কোন ক্রিকেটারকে নিয়ে দলগুলির মধ্যে হবে দড়ি টানাটানি? তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়ছে।
নিলামের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। এবারের নিলামে উঠবেন ২৯২ জন খেলোয়াড়। তাঁদের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে বিসিসিআই। সমস্ত দলগুলিকে তাদের তহবিল মূল্যের ৭৫ শতাংশ ব্যয়ের ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। উল্লেখ্য, এবার খুব একটা বড়সড় হবে না আইপিএলের নিলাম। মেগা অকশন হবে ২০২২-র সিজনের আগে। দুই ভারতীয় খেলোয়াড় হরভজন সিংহ ও কেদার যাদব এবং আট বিদেশী-ম্যাক্সওয়েল, স্মিথ, শাকিব আল হাসান, মইন আলি, স্যাম বিলিং, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এই সর্বোচ্চ ব্র্যাকেটে রয়েছেন। ১২ জন প্লেয়ারের বেস প্রাইস নির্ধারিত হয়েছে দেড় কোটি টাকা। যে ১১ খেলোয়াড়ের বেস প্রাইস ১ কোটি টাকা, তাঁদের মধ্যে রয়েছেন দুই ভারতীয় হনুমা বিহারী ও উমেশ যাদব।
গত ২১ জানুয়ারি তাদের রিটেনড ও রিলিজড খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে। এবার যে খেলোয়াড়রা রিলিজ পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, লাসিথ মালিঙ্গা, স্টিভ স্মিথ, হরভজন সিংহ, পিযুষ চাওলার মতো ক্রিকেটাররা। প্লেয়ার রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল ৪ ফেব্রুয়ারি। আইপিএল (IPL Auction 2021) নিলামে রেজিস্ট্রেশনের জন্য ১১১৪ ক্রিকেটার তাঁদের নাম পাঠিয়েছেন।
এবার যে প্লেয়াররা নিলামের (IPL 2021 Auction) উঠবেন তাঁদের চূড়ান্ত তালিকা গত ১১ ফেব্রুয়ারি বোর্ড প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন ২৯২ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ১৬৪ জন ভারতের, ১২৫ জন বিদেশী ও তিন প্লেয়ার অ্যাসোসিয়েট দেশগুলির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -