KKR Vs MI LIVE: সেই মুম্বই কাঁটায় বিদ্ধ কেকেআর, রোহিতরা জয়ী ১০ রানে

IPL 2021 LIVE Updates, Kolkata Knight Riders vs Mumbai Indians match: টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে গিয়েছেন রোহিত শর্মারা। অবশ্য এটাও যেন দস্তুর। ২০১৩ সাল থেকে টানা টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরেছে মুম্বই। আর এই সময়ের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Apr 2021 07:02 PM
KKR on IPL: ১০ রানে জয়ী মুম্বই

ফের মুম্বই কাঁটায় বিদ্ধ কেকেআর। রোহিত শর্মাদের কাছে প্রায় হাতের মুঠোয় থাকা ম্যাচ ১০ রানে হেরেই গেলেন অইন মর্গ্যানরা। ১৪২/৭ স্কোরে আটকে গেল কেকেআর।

KKR Vs MI LIVE Score: বোল্টের বলে বোল্ড কামিন্স

ট্রেন্ট বোল্টের বলে বোল্ড প্যাট কামিন্স। ২ বলে কেকেআরের চাই ১৩ রান।

KKR Vs MI LIVE Score: বোল্টের বলে ফিরলেন রাসেল

কলকাতা নাইট রাইডার্সের জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে। ফিরলেন আন্দ্রে রাসেল। ৩ বলে চাই আর ১৩ রান।

KKR Vs MI LIVE Score: বুমরার ওভারে উঠল মাত্র ৪ রান, শেষ ওভারে কেকেআরের চাই ১৫

১৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৩৮/৫। যশপ্রীত বুমরা দিলেন মাত্র ৪ রান। শেষ ওভারে কেকেআরের চাই ১৫ রান।

KKR Vs MI LIVE Score: রাসেলের ক্যাচ ফেললেন বুমরা, ২ ওভারে কেকেআরের চাই ১৯

২ ওভারে ১৯ রান চাই কলকাতা নাইট রাইডার্সের। ক্রিজে আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিক।

KKR Vs MI LIVE Score: ক্যাপ পড়ল রাসেলের, কেকেআর ১২৩/৫

নিজের বলেই আন্দ্রে রাসেলের ক্যাচ ফেললেন ক্রুণাল পাণ্ড্য। কেকেআরের জয়ের জন্য আর ২৪ বলে চাই ৩০ রান।

KKR Vs MI LIVE Score: ১৪ ওভারে কেকেআর ১১৩/৩

১৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ১১৩/৩।

KKR Vs MI LIVE Score: বল করতে গিয়ে চোট পেলেন রোহিত

বল করতে এসে পায়ের গোড়ালিতে চোট পেলেন রোহিত শর্মা।

KKR Vs MI LIVE Score: চাহারের বলে আউট মর্গ্য়ান

রাহুল চাহারকে স্টেপ আউট করে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন অইন মর্গ্যান। কেকেআরের স্কোর ১০৪/৩।

KKR Vs MI LIVE Score: হাফসেঞ্চুরি রানার

পরপর দু ম্যাচে হাফসেঞ্চুরি নীতিশ রানার। ৪০ বলে ৫১ রান করে ক্রিজে তিনি।

KKR Vs MI LIVE Score: ১২ ওভারে কেকেআর ৯৭/২

১২ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৯৭/২। ক্রিজে নীতিশ রানা ৩৭ বলে ৪৫ রানে অপরাজিত। সঙ্গী অইন মর্গ্যান ৬ বলে ৭ রান করে ক্রিজে।

KKR Vs MI LIVE Score: মুম্বইয়ের রাহুলের বলে কট বিহাইন্ড কলকাতার রাহুল

রাহুল চাহারের বলে ৫ বলে ৫ রান করে ফিরলেন রাহুল ত্রিপাঠি। কেকেআরের স্কোর ৮৪/২।

KKR Vs MI LIVE Score: চাহারের বলে আউট শুভমন

২৩ বলে ৩৩ রান করে রাহুলস চাহারের বলে লং অনে কায়রন পোলার্ডের হাতে ধরা পড়লেন শুভমন গিল। কেকেআর ৭২/১।

KKR Vs MI LIVE: ৮ ওভারে বিনা উইকেটে ৬২ রান কেকেআরের

৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬২ রান কেকেআরের।

KKR Vs MI LIVE Score: ৫ ওভারের শেষে কেকেআর ৩২/০

মুম্বইয়ের বিরুদ্ধে সাবধানী শুরু করল কেকেআর। প্রথম পাঁচ ওভারে তাদের স্কোর বিনা উইকেটে ৩২ রান।

KKR Vs MI LIVE Score: ৪ ওভারে কেকেআর ২৮/০

বুমরাকে বাউন্ডারি শুভমনের, ৪ ওভারে কেকেআর ২৮/০।

KKR Vs MI LIVE Score: ৩ ওভারের শেষে কেকেআর ১৯/০

তিন ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৯ রান তুলল কেকেআর।

KKR Vs MI LIVE Score: এক ওভারের শেষে কেকেআর ৪/০

প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪ রান তুলল কেকেআর।

KKR Vs MI LIVE Score: ১৫২ রানে অল আউট মুম্বই

মাত্র ২ ওভারে ১৫ রান খরচ করে মুম্বই ইন্ডিয়ান্সের ৫ উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। ১৫২ রানে অল আউট হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

KKR Vs MI LIVE Score: জানসেনকে ফেরালেন রাসেল

বড়সড় সমস্যায় মুম্বই। রাসেলের বল আউট মার্কো জানসেন। মুম্বইয়ের স্কোর ১২৯/৭।

KKR Vs MI LIVE Score: রাসেলের বলে আউট পোলার্ড, চাপে মুম্বই

পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেল মুম্বই। আন্দ্রে রাসেলের বলে কট বিহাইন্ড হলেন কায়রন পোলার্ড। মুম্বইয়ের স্কোর ১২৬/৬।

KKR Vs MI LIVE Score: প্রসিদ্ধর বলে আউট হার্দিক

প্রসিদ্ধ কৃষ্ণর স্লোয়ারে ঠকে গিয়ে আউট হলেন হার্দিকা পাণ্ড্য। ৫ উইকেট হারিয়ে চাপে মুম্বই।

KKR Vs MI LIVE: কামিন্সের বলে বোল্ড রোহিত

প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে গেলেন রোহিত শর্মা। ৩২ বলে ৪৩ রান করে। মুম্বইয়ের স্কোর ১১৫/৪।

KKR Vs MI LIVE Score: ১৪ ওভারে মুম্বইয়ের স্কোর ১০৬/৩

১৪ ওভারে তিন উইকেট হারিয়ে মুম্বইয়ের স্কোর ১০৬ রান। ২৭ বলে ৩৬ রান করে ক্রিজে আছেন রোহিত শর্মা।

KKR Vs MI LIVE: কামিন্সের বলে আউট ঈশান

কামিন্সের বলে ডিপ ফাইন লেগে প্রসিদ্ধ কৃষ্ণর হাতে ধরা পড়লেন ঈশান কিষাণ (৩ বলে ১ রান)। মুম্বই ৮৮/৩।

KKR Vs MI LIVE: শাকিবের বলে আউট সূর্যকুমার

৩৬ বলে ৫৬ রান করে শাকিব আল হাসানের বলে আউট হলেন সূর্যকুমার যাদব। ১১ ওভারে মুম্বই ৮৮/২।

KKR Vs MI LIVE: ছক্কা মেরে হাফসেঞ্চুরি সূর্যকুমারের

প্যাট কামিন্সকে বিশাল ছক্কা মেরে ৩৩ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন সূর্যকুমার যাদব। ১০ ওভারের শেষে মুম্বই ৮১/১।

KKR Vs MI LIVE: ৯ ওভারে মুম্বই ৭০/১

৯ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৭০/১।

KKR Vs MI LIVE: ৮ ওভারে মুম্বইয়ের স্কোর ৬৪/১

৮ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর এক উইকেটে ৬৪ রান। ২৭ বলে ৪০ রান করে অপরাজিত সূর্যকুমার যাদব। ১৫ বলে ২০ রান করে ক্রিজে রোহিত শর্মা।

KKR Vs MI LIVE Score: ৭ ওভারের শেষে মুম্বই ৪৮/১

৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর এক উইকেটে ৪৮ রান।

KKR Vs MI LIVE Score: ৬ ওভারের শেষে মুম্বই ৪২/১

পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই তুলল এক উইকেটে ৪২ রান।

KKR Vs MI LIVE Score: ৫ ওভারের শেষে মুম্বই ৩৭/১

৫ ওভারের শেষে এক উইকেট হারিয়ে ৩৭ রান তুলল মুম্বই।

KKR Vs MI LIVE Score: ৪ ওভারের শেষে মুম্বই ২৮/১

৪ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর এক উইকেটে ২৮ রান।

KKR Vs MI LIVE: হরভজন সিংহের ওভারে ১৪ রান নিল মুম্বই

৩ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ২৪/১। হরভজন সিংহের ওভারে উঠল ১৪ রান।

KKR Vs MI LIVE: ২ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১০/১

উইকেটের দু প্রান্ত থেকে দুই স্পিনার দিয়ে শুরু করল কেকেআর। দ্বিতীয় ওভারে বরুণ চক্রবর্তীর বলে রাহুল ত্রিপাঠির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কুইন্টন ডি'কক।

KKR Vs MI LIVE: এক ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৩/০

কেকেআরের হয়ে প্রথম ওভারে বল করলেন হরভজন সিংহ। খরচ করলেন মাত্র ৩ রান।

KKR Vs MI LIVE: জানেন কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান কার

আইপিএলে কেকেআরের বিরুদ্ধে ৯৩৯ রান রয়েছে রোহিত শর্মার। শাহরুখ খানের দলের বিরুদ্ধে এত রান আর কোনও ক্রিকেটারের নেই।

KKR Vs MI LIVE Score: জেনে নিন কারা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের দলে

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি'কক, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, রাহুল চাহার, মার্কো জানসেন, ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা।

KKR Vs MI LIVE Score: জেনে নিন কারা রয়েছে কেকেআরের প্রথম একাদশে

কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, অইন মর্গ্য়ান (অধিনায়ক), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, প্রসিদ্ধ কৃষ্ণ, প্যাট কামিন্স, হরভজন সিংহ ও বরুণ চক্রবর্তী।

KKR Vs MI LIVE Score: মুম্বই দলে একটি পরিবর্তন

মুম্বই ইন্ডিয়ান্স দলে একটি পরিবর্তন করা হয়েছে। ক্রিস লিনের পরিবর্তে দলে ফিরেছেন কুইন্টন ডি'কক।

KKR Vs MI LIVE Score: আগের ম্যাচের দলই খেলাচ্ছে কেকেআর

কলকাতা নািট রাইডার্সের দলে কোনও পরিবর্তন নেই। আগের ম্যাচের দলই খেলাচ্ছে কেকেআর।

প্রেক্ষাপট

চেন্নাই: আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কী? জবাবের জন্য বিন্দুমাত্র অপেক্ষা করতে হবে না। নাইট সমর্থকেরা চোখ বন্ধ করে বলে দেবেন, মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর বনাম মুম্বই দ্বৈরথ আইপিএলের অন্যতম বড় আকর্ষণ। কেকেআর মালিক শাহরুখ খানও বরাবরই এই একটা ম্য়াচ মনেপ্রাণে জিততে চেয়েছেন। শোনা যায়, একবার তিনি মরিয়া হয়ে দলের ক্রিকেটারদের কাছে রীতিমতো কাকুতি করেছিলেন, এই শহর (পড়ুন মুম্বই) আমাকে বাদশা বলে ডাকে, এই একটা ম্যাচ তোমরা জেতো।


মঙ্গলবার সেই মুম্বইয়ের বিরুদ্ধে নামছেন নাইটরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে গিয়েছেন রোহিত শর্মারা। অবশ্য এটাও যেন দস্তুর। ২০১৩ সাল থেকে টানা টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরেছে মুম্বই। আর এই সময়ের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। তাই প্রথম ম্যাচের হার নিয়ে খুব একটা ভাবার কথা নয় মুম্বইয়ের। বরং কেকেআর শিবির প্রথম ম্যাচ জিতলেও চিন্তায় থাকবে মুম্বইয়ের বিরুদ্ধে তাদের রেকর্ড নিয়ে। আইপিএলে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। তাতে মুম্বই মোট ২১ বার জিতেছে। কেকেআর ভক্তদের কাছে আরও আতঙ্কের তথ্য হচ্ছে, শেষ দশবারের সাক্ষাতে ৯ বার হেরেছে নাইটরা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.