হায়দরাবাদ: আইপিএলের দ্বিতীয় পর্বের আগে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে স্বস্তি। চোট সারিয়ে মাঠে ফিরছেন টি নটরাজন। আগামী মাসে আমিরশাহিতে আইপিএলের বাকি ম্যাচগুলো হবে। হায়দরাবাদ শিবিরে তার আগেই যোগ দিতে চলেছেন নটরাজন। গত এপ্রিলে আইপিএলের প্রথম পর্বে খেলার সময় চোট পেয়েছিলেন নটরাজন। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন এই বাঁহাতি বোলার।
আগামী ৩১ অগাস্ট আমিরশাহি উড়ে যাচ্ছেন নটরাজন। সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের সঙ্গেই আমিরশাহি পাড়ি দিচ্ছেন তিনি। হাঁটুর চোটের জন্যই ভুগছিলেন নটরাজন। সুস্থ হয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন হায়দারাদের এই পেসার। সানরাইজার্স হায়দরাবাদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে দল ৩১ অগাস্ট আমিরশাহিতে পাড়ি দিচ্ছে। দলের সঙ্গেই আমিরশাহি উড়ে যাচ্ছেন টি নটরাজন।
গতবছর আমিরশাহিতে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ছিলেন নটরাজন। টুর্নামেন্টে মোট ১৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। নিখুঁত ইয়র্কারের জন্যই আলোচনায় উঠে এসেছিলেন ভারতের বাঁহাতি পেসার। জাতীয় দলের জার্সিতে এরপরই টি-টোয়েন্টি, ওয়ান ডে ও টেস্ট ফর্ম্যাটে সুযোগ পান নটরাজন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সিতে দেখা যেতে পারে।
নটরাজন সানরাইজার্স শিবিরে যোগ দিলে তাঁদের দলের ভারসাম্য আরও বাড়বে। টুর্নামেন্টের প্রথম পর্বে ৭ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছিল হায়দরাবাদ শিবির। ৬ ম্যাচে ৫ পরাজয়। আইপিএলের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের মাঝপথে তাই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। কোনও রাখঢাক নয়, একেবারে বিবৃতি প্রকাশ করে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। নতুন অধিনায়ক করা হয়েছিল কেন উইলিয়ামসনকে। এমনকী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিবৃতিতে জানানো হয়েছিল, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দলের বিদেশি ক্রিকেটারদের কম্বিনেশনও পাল্টে ফেলা হবে। যে বিবৃতি থেকে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে ওয়ার্নারের মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যদিও বিবৃতিতে বলা হয়েছিল যে, ওয়ার্নার আগের মতোই মাঠে ও মাঠের বাইরে দলকে সাহায্য করবেন।