মুম্বই: গাড়ি দুর্ঘটনার পর এখনও ঋষভ পন্থের (Rishabh Pant) চোট সারেনি। সেই কারণেই এবারের আইপিএলে (IPL 2023) মাঠে নামতে পারছেন না পন্থ। তবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যানেজমেন্টের তরফে বারংবারই জানানো হয়েছে যে পন্থ না খেললেও, দিল্লি দলের অবিচ্ছেদ্য অঙ্গ। এমনকী লখনউয়ের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে ডাগআউটেও পন্থের জার্সি ঝুলিয়ে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। তবে সম্ভবত মরসুমের বাকি ম্যাচগুলিতে আর এমনটা করতে পারবে না দিল্লি। 


জার্সি ঝোলানোয় মানা


খবর অনুযায়ী দিল্লিকে বোর্ডের তরফে এমন জিনিসপত্র না করার জন্যই অনুরোধ করা হয়েছে। বোর্ড জানিয়ে দিয়েছে, দিল্লি এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে। সাধারণত কেউ মারা গেলে বা অবসর নিলে ডাগআউটে জার্সি রাখা হয়। এখানে সে রকম কিছুই হয়নি। পন্থ ভালো আছেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। দিল্লিকে অনুরোধ করা হয়েছে এই কাজ যাতে ভবিষ্যতে আর না করে। আজ মরসুমে প্রথমবার নিজেদের ঘরের মাঠ কোটলায় খেলতে নামবে দিল্লি। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স।


মাঠে ফিরছেন পন্থ


এই ম্যাচে অবশ্য় পন্থের জার্সি ডাগআউটে রাখার প্রয়োজন হবে বলে মনে হয়না, কারণ এই ম্যাচে পন্থ নিজেই কোটলায় উপস্থিত থাকতে পারেন বলে খবর। ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক। কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই এ বারের আইপিএলে তাঁকে ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তাঁর বদলে এ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলের হয়ে খেলতে না পারলেও, ক্যাপিটালসকে সমর্থন জানাতে যে তিনি ঘরের ম্যাচগুলিতে কোটলায় থাকার চেষ্টা করবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন পন্থ। যেমন কথা তেমনই কাজ। মঙ্গলবার যে পন্থ সশরীরে কোটলায় উপস্থিত থাকবেন, সে কথা দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সোমবারই জানিয়ে দেওয়া হল।


দিল্লি ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব রজন মনচন্দা (Rajan Manchanda) পন্থের কোটলায় উপস্থিতির কথা ঘোষণা করে জানান, 'আমাদের সমর্থকদের জন্য সুখবর। চোট থাকা সত্ত্বেও ঋষভ পন্থ ওর দলকে সমর্থন জানাতে আসছে। ও দিল্লির তারকা। আশা করছি উপস্থিত সমর্থকরা সকলেই করতালির মাধ্যমে ওকে স্বাগত জানাবেন।' প্রসঙ্গত, ৩০ মার্চ দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছিলেন দিল্লি ক্রিকেট সংস্থা পন্থকে স্বাগত জানাতে তৈরি। তিনি যদি মাঠে তাঁর দলের হয়ে গলা ফাটাতে আসতে চান, তাহলে পন্থ অবশ্যই আসতে পারেন এবং তার জন্য় একটি বিশেষ ব়্যাম্প তৈরি করা হবে বলেও জানানো হয়েছে।


 আরও পড়ুন: মুম্বই, চেন্নাইয়ের পর আমরাই সবথেকে ধারাবাহিক দল, দাবি আরসিবি তারকা কোহলির