চেন্নাই: দিনকয়েক পরেই শুরু আইপিএলের ১৬তম সংস্করণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। এ মরসুমে আবারও হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে। তাই ফের একবার মহেন্দ্র সিংহ ধোনিকে চিপকে খেলতে দেখার জন্য সিএসকে সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। ধোনির জন্য তাঁর অনুরাগীরা অতীতে একাধিকবার না না অভিনব উদ্যোগ নিয়েছেন। এবার সমর্থকদের জন্য সম্পূর্ণরূপে দেখা গেল ধোনিকে।
ধোনির উদ্যোগ
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে ধোনিকে চিপকের গ্যালারির চেয়ার রং করতে দেখা গেল। স্প্রে পেন্ট হাতে ধোনিকে চেয়ারগুলিকে হলুদ রং করতে দেখা গেল। ধোনিকে অপরপ্রান্ত দাঁড়ানো একজনের উদ্দেশে বলতে শোনা যায়, 'এটা কাজ করছে। নিঃসন্দেহে ইয়োলাভের মতোই দেখাচ্ছে।' তবে শুধু হলুদ নয়, বেশ কয়েকটি চেয়ারকে নীল রঙও করেন ধোনি। প্রসঙ্গত, সিএসকের পোস্ট করা আরেকটি ভিডিওতে ধোনির প্রতি সমর্থকদের ভালবাসাও প্রকাশ পায়।
ধোনি-উন্মাদনা
করোনার কারণে বিগত কয়েক বছর আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি নিজেদের ঘরের মাঠে খেলতে পারেনি। তবে করোনার চোখরাঙানি কমেছে। এ বছর আবারও আইপিএলে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে টুর্নামেন্ট খেলা হবে। অর্থাৎ সিএসকেকে আবারও চিপকে নিজেদের ঘরের মাঠে খেলতে দেখা যাবে। ধোনির নেতৃত্বাধীন সিএসকে দলের সমর্থকের অভাব নেই। 'থালা' ধোনির প্রতি চেন্নাই সমর্থকদের ভালবাসার কথা নতুন করে বলার প্রয়োজন হয় না। টুর্নামেন্ট শুরুর আগে বর্তমানে চিপকেই নিজেদের প্রস্তুতি সারছে হলুদ ব্রিগেড।
সোমবার নিজেদের মধ্যে এক অনুশীলন ম্যাচও খেলে সিএসকে। হলুদ ব্রিগেডের অনুশীলন দেখতেও এদিন হাজার হাজার মানুষ চিপকে ভিড় জমান। ধোনি অনুশীলন ম্যাচে ব্যাট-গ্লাভস হাতে মাঠে নামতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন দর্শকরা। সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও আপলোড করা হয়। ছবিটির ক্যাপশনে এক বিখ্যাত দক্ষিণী ছবির একটি লাইন দেওয়া যায়, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'নায়ক আবার ফিরে এসেছেন।' প্রসঙ্গত, ৩১ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের অভিযান শুর করলেও, সিএসকে কিন্তু ৩ এপ্রিল মরসুমে প্রথমবার তাঁদের ঘরের মাঠে খেলতে নামবে। সেই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস দল।
আরও পড়ুন: আহত প্রসিদ্ধের বদলি হিসাবে তারকা ফাস্ট বোলারকে দলে নিল রাজস্থান রয়্যালস