হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) তাঁদের এবারের টুর্নামেন্টে প্রথম জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংসের (Punjab Innings) বিরুদ্ধে। সেই ম্যাচে ১৪৪ রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় কমলা ব্রিগেড। সেই ম্যাচেই পাঞ্জাব অধিনায়ক শিখর ধবন অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেন। ৬৬ বলের নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ওপেনার। ধবনের ইনিংস দেখে মুগ্ধ সানরাইজার্স হায়দরাবাদের ব্য়াটিং কোচ ব্রায়ান লারা।
কী বলছেন লারা?
এক সাক্ষাৎকারে প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক জানান, ''আমার অবশ্যই শিখর ধবনের ইনিংসটির কথা বলতেই হবে। দুর্দান্ত একটি ইনিংস। আমার দেখা অন্যতম সেরা টি-টোয়েন্টি ইনিংস বলতেই পারি। যেভাবে স্ট্রাইক রেট বজায় রেখেছিল ও খেলায় নিজের নিয়ন্ত্রণ রেখেছিল, তা সত্যিই অসাধারণ।''
১৪৪ রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে রাহুল ত্রিপাঠী ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। হায়দরাবাদ অধিনায়ক এইডেন মারক্রাম ২১ বলে ৩৭ রানের ইনিংস খেলেন।
আজ আইপিএলে পয়েন্ট টেবিলের শেষ ২ দলের লড়াই। এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। আজ ২ দলই পরস্পর মুখোমুখি হতে চলেছে। আজকে খেলার পর যে কোনও একটি দল হারের হ্যাটট্রিক করবে। অন্যদিকে একটি দল প্রথমবার টুর্নামেন্টে জয়ের মুখ দেখবে। এখনও পর্যন্ত মোট ৩২ বারের সাক্ষাতে ১৭ ম্যাচ মুম্বই জিতেছে। ১৫ ম্যাচ দিল্লি জিতেছে।
দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় কাঁটা ওপেনিং। তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করলেও, ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট মাত্র ১১৭.০৩। অন্য দিকে, ৩ ম্যাচে মাত্র ১৭ বল ক্রিজে ছিলেন পৃথ্বী শ। তিনি ছন্দে থাকলে অধিনায়ক ওয়ার্নারের মন্থর ব্যাটিং ঢেকে দিতে পারতেন। কিন্তু পৃথ্বীও বর্ণহীন।
মুম্বইয়ের সবচেয়ে বড় কাঁটা বোলিং। যশপ্রীত বুমরা না থাকায় রোহিত শর্মারা খুব বেশি পরিমাণে নির্ভর করেছিলেন জোফ্রা আর্চারের ওপর। কিন্তু আর্চারও ফিট নন। ডান কনুইয়ে ব্যথা থাকায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে খেলতে পারেননি। তাঁকে ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণ অভিজ্ঞতার অভাবে ভুগছে।
আগের ম্যাচে হারের পর দিল্লির কোচ রিকি পন্টিং বলেছিলেন, 'আত্মসত্তাকে খুঁজতে হবে।' অন্যদিকে মুম্বই ক্যাপ্টেন রোহিত বলেছেন, 'এবার সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। আমিও তার মধ্যে পড়ি।'
আগের ম্যাচে হারের পর দিল্লির কোচ রিকি পন্টিং বলেছিলেন, 'আত্মসত্তাকে খুঁজতে হবে।' অন্যদিকে মুম্বই ক্যাপ্টেন রোহিত বলেছেন, 'এবার সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। আমিও তার মধ্যে পড়ি।'