মুম্বই: ক্রিকেটার হিসাবে তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indian) প্রচুর ম্যাচ জিতিয়েছেন। রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্বও দিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সে (MI) নতুন ভূমিকায় কায়রন পোলার্ড (Kieron Pollard)। ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন। মাঠেও নেমে পড়লেন ক্যারিবিয়ান তারকা। আর নতুন জুতোয় পা গলিয়েই তিনি বলে দিলেন, কোচ নয়, আমাকে পলি বলেই ডেকো। শিক্ষক নয়, তিনি সতীর্থ হয়েই শুরু করতে চান কাজ।
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে এতটাই একাত্ম হয়ে পড়েছেন যে পোলার্ড বলেছেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এবং মুম্বইয়ের মানুষের প্রতিনিধিত্ব করার অনুভূতি বর্ণনা করার জন্য শব্দ কম পড়ে। ওরা আমার জন্য অনেক কিছু করেছে এবং একজন খেলোয়াড় হিসেবে আমিও তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। আমার জন্য কিছুই পরিবর্তন হয়নি, আমি খেলোয়াড়দের চারপাশে একই ব্যক্তি হয়ে থাকব।'
পোলার্ড দলের সকলকে বলেছেন যেন কেউ তাঁকে ‘কোচ’ না বলেন। মুম্বই ইন্ডিয়ান্সের ইউটিউব চ্যানেলে পোলার্ড বলেছেন, 'আমি দলের সকলকে বলেছি আমাকে কোচ বলে যেন না ডাকে। আমাকে পলি বলে ডাকতে বলেছি। সতীর্থ হিসাবে যে ভালবাসার ডাক বরাবর পেয়ে এসেছি।'
শ্রেয়স কি বাইরে?
একটা বিষয় আগেই নিশ্চিত ছিল যে আইপিএলের প্রথম পর্বে খেলবেন না তিনি। কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরের জন্য আরও চিন্তা বাড়িয়ে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। কোমরের চোট নিয়ে ভুগছিলেন নাইট অধিনায়ক। বুধবার জানিয়ে দেওয়া হল যে তিনি এবারের আইপিএলে কোনো ম্যাচেই নামতে পারবেন না।
লন্ডনে অস্ত্রোপচার করতে যাবেন শ্রেয়স। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে শ্রেয়সকে অস্ত্রোপচারের জন্য লন্ডন যেতে হবে। এদিকে শ্রেয়স ছিটকে যাওয়ায় কে হবেন নাইটদের অধিনায়ক, তা বিশাল মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। এই পরিস্থিতিতে রাসেলকে অধিনায়ক করা হোক, এমন দাবি তুলছেন অনেকেই। শুধি আইপিএলই নয়। এরপর এশিয়া কাপ রয়েছে, সেখানেও হয়ত দেখা যাবে না শ্রেয়সকে। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন কি না তা দেখার।