কলকাতা: আইপিএলে গতকাল মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ শিবির মুখোমুখি হয়েছিল। রাজীব গাঁধী ইন্টারন্যাশনার স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ১৪ রানে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল। সেই ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে কে এগিয়ে, দেখে নেওয়া যাক -
অরেঞ্জ ক্যাপের দৌড়ে কে এগিয়ে?
এই তালিকায়ও গতকালের পর তেমন কোনও পরিবর্তন হয়নি। ৫ ম্যাচে ২৫৯ রান করে তালিকায় শীর্ষেই রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৬৪.৭৫ গড়ে ব্য়াটিং করেছেন প্রোটিয়া তারকা। কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার ৫ ম্যাচে ২৩৪ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। যা এখনও পর্যন্ত ব্য়াটারদের মধ্যে এবারের আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধবন ৪ ম্যাচে ২৩৩ রান করে তৃতীয় স্থানে রয়েছেন। তালিকায় পরের দুটো নাম ডেভিড ওয়ার্নার ও শুভমন গিল। দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি। কিন্তু তাঁদের অধিনায়ক ওয়ার্নার অরেঞ্জ ক্য়াপের দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন। অজি তারকার ঝুলিতে ৫ ম্যাচে ২২৮ রান রয়েছে। গুজরাত টাইটান্সের হয়ে খেলা শুভমনও ৫ ম্য়াচে ২২৮ রান করে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
পার্পল ক্যাপের দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে?
আইপিএলে সর্বাধিক উইকেট প্রাপকের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন মার্ক উড। লখনউ সুপারজায়ান্টস দলের জার্সিতে এবারের টুর্নামেন্টে খেলছেন তিনি। এখনও পর্যন্ত ৪ ম্যাচে ১১ উইকেট নেওয়া উড আজকে ফের একবার মাঠে নামবেন। লখনউয়ের আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। যেই দলে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনিও এখনও পর্যন্ত ঝুলিতে পুরে নিয়েছেন ১১ উইকেট। তবে একটি ম্য়াচ বেশি খেলায় তিনি তালিকায় উডের থেকে পিছিয়ে রয়েছেন। তবে আজকের ম্যাচে একে অপরকে টেক্কা দেওয়ার সুবর্ণ সুযোগ থাকছে উড ও চাহালের কাছে। এঁরা ২ জন ছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছেন গুজরাত টাইটান্সের রশিদ খান। তাঁর ঝুলিতেও এখনও পর্যন্ত রয়েছে ১১ উইকেট। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মহম্মদ শামি ও তুষার দেশপাণ্ডে। ২ জনেই ১০ টি করে উইকেট নিয়েছেন।
আইপিএলে প্রথম উইকেট অর্জুন তেন্ডুলকরের
সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে নিজের আইপিএল (IPL) কেরিয়ারের প্রথম সাফল্য পেলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। ভুবনেশ্বর কুমারের উইকেট নেন তিনি। সানরাইজার্সের বিরুদ্ধে (SRH vs MI) ২.৫ ওভারে মাত্র ১৮ রান খরচ করে এক উইকেট নেন সচিন-পুত্র অর্জুুন। শেষ ওভারে ২০ রান ডিফেন্ড করতে নেমে চাপের দুরন্ত বোলিং করেন অর্জুন। মাত্র পাঁচ রান খরচ করে এক উইকেট নেন অর্জুন।