আমদাবাদ: সব কিছু হিসেব মতো চললে সোমবার রাতে এক দলের প্লে অফ নিশ্চিত হয়ে যেতে পারে। অন্য দল টানা তৃতীয় মরসুমের জন্য প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে।
সোমবার আমদাবাদে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ (GT vs SRH)। গুজরাত এবারও পয়েন্ট টেবিলের শীর্ষে। সোমবার জিতলেই চলতি আইপিএলে প্রথম দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলবে গুজরাত। হারলেও শেষ ম্যাচে আরও একটি সুযোগ পাবেন হার্দিক পাণ্ড্যরা।
হায়দরাবাদের সামনে অবশ্য সব ম্যাচ জেতা ছাড়া কোনও বিকল্প নেই। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট এইডেন মারক্রামদের। প্লে অফে ওঠার সামান্যতম সম্ভাবনাও বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচ জিততেই হবে হায়দরাবাদকে। সোমবার হারলেই ২ ম্যাচ বাকি থাকতে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে নিজামের শহর।
তবে ম্যাচ জিতলেও হায়দরাবাদকে নির্ভর করে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপর। শেষ চার ম্যাচের মধ্যে দুটিতে হেরেছেন হার্দিক পাণ্ড্যরা। তবু পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গিয়েছেন। ওপেনিংয়ে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা জুটি দলকে ভরসা দিচ্ছেন। মিডল অর্ডারও ছন্দে। ফিনিশাররা ম্যাচ জেতাচ্ছেন। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সূর্যকুমার যাদবের তাণ্ডবের পর হারতে হলেও রশিদ খান যে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, এখনও তা নিয়ে চর্চা চলছে। বোলাররাও ছন্দে। পার্পল ক্যাপ রশিদের দখলে। প্রথম পাঁচের মধ্যে রয়েছেন মহম্মদ শামিও।
হায়দরাবাদকে চিন্তায় রাখবে মিডল অর্ডারের স্ট্রাইক রেট। অন্তত ১০০০ রান করেছে, চলতি মরসুমে এরকম মিডল অর্ডারের (৩-৭ নম্বর ব্যাটার) মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট হায়দরাবাদের। মাত্র ১৩৪.৪৫। সবচেয়ে কম হাফসেঞ্চুরি (৩) ও সবচেয়ে কম ছক্কাও (৪৯টি) মেরেছেন হায়দরাবাদের ব্যাটাররা।
আরও পড়ুন: ভক্তদের চিৎকারে প্রশ্নই শুনতে পেলেন না ধোনি, ঘটালেন অভিনব ঘটনা