মোহালি: মাঠের লড়াইয়ে ৬ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়েছে গুজরাত টাইটান্স (PBKS vs GT)। তবে ম্যাচ শেষ হওয়ার পরই প্রতিপক্ষ শিবিরের ডাগ আউটের কাছে পৌঁছে গেলেন গুজরাত টাইটান্সের সেরা বোলিং অস্ত্র রশিদ খান। কেন? প্রিয় তারকার সঙ্গে ছবি তুলবেন বলে। কে সেই তারকা?
খোদ পাঞ্জাব কিংসের মালকিন। প্রীতি জিন্টা। যাঁর বড় ভক্ত রশিদ। তাই ম্যাচের পরই বলিউড অভিনেত্রীর সঙ্গে ছবি তুললেন আফগান লেগস্পিনার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখলেন, 'ফ্যান মোমেন্ট'। রশিদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের (PBKS vs GT) ম্যাচ জিততে এক সময় ১২ বলে ১৩ রানের প্রয়োজন। অর্শদীপ সিংহ ও স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিংয়ের দৌলতে সেইখান থেকেই ম্যাচে দু্র্দান্তভাবে ফিরে গুজরাতকে চাপে ফেলে দিয়েছিল পাঞ্জাব। জয়ের জন্য শেষ দুই বলে প্রয়োজন ছিল চার রানের। যদি রাহুল তেওয়াটিয়া চার মেরে দলকে ম্যাচ জিতিয়ে দেন, তাও নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
খুশি নন হার্দিক
ম্যাচ শেষে তিনি বলেন, 'আমরা যে পরিস্থিতিতে ছিলাম, সেখান থেকে এতদূর ম্যাচ টেনে নিয়ে আসাটা আমার একেবারেই পছন্দ হয়নি। এই ম্যাচ থেকে আমাদের শিক্ষার নেওয়ার মতো অনেক কিছু রয়েছে। খেলার তো এটাই মজা, ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত দুই দলেরই জয়ের সম্ভাবনা থাকে। তবে আমাদের এই বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। আমার মতে আমাদের মাঝের ওভারগুলিতে আরও কিছুটা ঝুঁকি নিয়ে আগেই ম্যাচ শেষ করে দেওয়া উচিত ছিল। শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যাওয়ার একেবারেই পক্ষপাতী নই আমি।'
মোহিতের প্রশংসা
এই ম্যাচেই আবার তিন বছর পর আইপিএলে প্রত্যাবর্তন ঘটান মোহিত শর্মা (Mohit Sharma)। আর কামব্যাক ম্যাচেই দুই উইকেট নিয়ে ম্য়াচ সেরাও হন তিনি। অভিজ্ঞ ফাস্ট বোলারের পারফরম্যান্সে অভিভূত হার্দিক। মোহিতের প্রশংসা করে তিনি বলেন, 'মোহিতকে অনেক অভিনন্দন। ওঁ নেট বোলার হিসাবে আমাদের যোগ দিয়েছিল। কিন্তু ধৈর্য্য ধরে নিজের সুযোগের জন্য অপেক্ষা করাটা সহজ নয়। তবে ওঁ সেটা করেছে এবং আজ নিজের সুযোগটাও পেয়েছে।'