পঞ্জাব: আজ আইপিএল ২০২৩-র (IPL 2023) দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), প্রতিপক্ষ পঞ্জাব কিংস (Punjab Kings)। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও নতুন অধিনায়ক নীতিশ রানার (Nitish Rana) নেতৃত্বে এবারের মরসুমে মাঠে নামবে কেকেআর। শ্রেয়স আইয়ার চোটের জন্য ছিটকে যাওয়ার পর আপদকালীন পরিস্থিতিতে নীতিশ রানার কাঁধে দায়িত্বভার বর্তে দেওয়া হয়েছে। আইপিএলের মতো টুর্নামেন্টে মরসুমের শুরুটা ভালভাবে করাটা খুবই গুরুত্বপূর্ণ, কেকেআর কী পারবে পঞ্জাবকে হারিয়ে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করতে? কোথায়, কখন দেখবেন এই ম্যাচ? 


কবে খেলা


আজ ১ এপ্রিল, শনিবার পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি হবে


কোথায় খেলা


আইপিএলের এ মরসুমের দ্বিতীয় ম্যাচটি হবে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে।


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। ৩০ মিনিট আগে, অর্থাৎ ৩টেতে টস হবে।


কোথায় দেখবেন?


স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল।


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচটি।


মোহালিতে কেকেআরের রেকর্ড


২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। এখনও পর্যন্ত মোহালির মাঠে কেকেআর ও পাঞ্জাব একে অপরের বিরুদ্ধে মোট ৭ ম্যাচে খেলছে। তার মধ্যে ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। ৩ ম্যাচ জিতেছে পাঞ্জাব। অর্থাৎ মোহিলতে নাইটদের রেকর্ড কিন্তু তাদের পক্ষেই কথা বলছে। 


কেমন থাকবে আবহাওয়া?


আগামীকালের ম্যাচে মোহালিতে আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, সেখানকার তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধের পর দিয়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বিক্ষিপ্ত মেঘলা আকাশ থাকবে সারাদিন ধরেই। বৃষ্টির সম্ভাবনা যদিও রয়েছে ৫০ শতাংশ দিনের বেলা। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ শতাংশ। আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশ। যা ৯১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ১৬৮। দ্বিতীয় ইনিংসে গড় রান ১৫২। প্রথম ইনিংসে ব্য়াট করা দল ৫ বার জয় ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করা দল ৪ বার জয় পেয়েছে।


সম্ভাব্য একাদশ


পঞ্জাব কিংস


শিখর ধবন (অধিনায়ক), ম্যাথিউ শর্ট, ভানুকা রাজাপক্ষ, শাহরুখ খান, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান, হরপ্রীত ব্রার, ঋষি ধবন, ন্যাথান এলিস, রাহুল চাহার, অর্শদীপ সিংহ


কলকাতা নাইট রাইডার্স


রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিংহ, মনদীপ সিংহ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী


আরও পড়ুন: সিএসকের বিরুদ্ধে ৬৩ রানের ইনিংসে দলকে জেতালেও শুভমনের সমালোচনায় মুখর হার্দিক