কলকাতা: পয়েন্ট টেবিলে ওঠানামা চলছেই দলগুলোর। আইপিএলের প্রতিটা ম্যাচেই নতুন রেকর্ড হচ্ছে, পুরনো রেকর্ড ভাঙছে। তেমনই অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্য়াপের দৌড়েও প্রতিদিন একে অন্যকে টেক্কা দিয়ে চলেছেন। এই মুহূর্তে পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছেন কে, তালিকায় প্রথম পাঁচেই বা কার কার নাম রয়েছে, দেখে নেওয়া যাক -
পার্পল ক্যাপের দৌড়
এই তালিকায় সবার আগে রয়েছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন এই ডানহাতি পেসার। এবারের টুর্নামেন্টে একমাত্র বোলার হিসেবে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন। তিনিই তালিকায় শীর্ষে রয়েছেন ১১ উইকেট নিয়ে। এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলে ৮.১২ ইকনমি রেটে বোলিং করে ১১ উইকেট ঝুলিতে পুরেছেন উড। তালিকায় ১১ উইকেট নিয়ে উডের সঙ্গে রয়েছেন পরপর রশিদ খান ও যুজবেন্দ্র চাহালও। কিন্তু ২ জনেই উডের থেকে ১টি করে ম্যাচ বেশি খেলেছেন। রশিদের ইকনমি রেট ৮.৩০। চাহালের ইকনমি রেট ৭.৮৫। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে তালিকায় রয়েছেন গুজরাত টাইটান্সের হয়ে খেলা তারকা ভারতীয় পেসার মহম্মদ শামি। সমসংখ্যক ম্য়াচ খেলে সমসংখ্যক উইকেট নিয়ে এরপর রয়েছেন তুষার দেশপাণ্ডেও।
অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে ফাফ
এবারের আইপিএলে ৪ ম্যাচে ১৯৭ রান বানিয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সাত নম্বরে থেকে সিএসকে ম্যাচে খেলতে নেমেছিলেন ফাফ। মহেন্দ্র সিংহ ধোনি ব্রিগেডের বিরুদ্ধে ৫ টি বাউন্ডারি ও- ৪ টি ওভার বাউন্ডারিতে ৩৩ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডু প্লেসি। যার সুবাদে ৫ নম্বর ম্যাচের পর আপাতত ফাফের ঝুলিতে ২৫৯ রান। এবারের আইপিএলে কোনও ব্যাটারের ঝুলিতে যা সর্বোচ্চ। যদিও এদিনের ম্যাচে করা রানের থেকেও এক ইনিংসে সর্বোচ্চ রান আগেই করেছেন ফাফ। অপরাজিত ৭৯ রান।
এবারের আইপিএলে যেন পুনর্জন্ম হয়েছে শিখর ধবনের। আইপিএলে ৪ ম্যাচে ২৩৩ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ১১৬.৫! রয়েছে দুটি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? অপরাজিত ৯৯ রান। অরেঞ্জ ক্যাপ এতদিন ছিল তাঁর দখলেই। তবে রবিবার সিংহাসনচ্যুত হয়েছেন ধবন। এক নম্বরে উঠে এসেছিলেন বেঙ্কটেশ আইয়ার। ৫ ম্যাচে ২৩৪ রান করেছেন নাইট তারকা। সর্বোচ্চ ১০৪। যা ওয়াংখেড়ে স্টেডিয়ামে করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। একটি সেঞ্চুরি। একটি হাফসেঞ্চুরি। দুর্দান্ত স্ট্রাইক রেট। ১৭০.৮। ফাফ তাঁকে টপকে ফেলায় আপাতত অরেঞ্জ ক্যাপের তালিকায় দু'নম্বরে নেমে গেলেন বেঙ্কটেশ।