বেঙ্গালুরু :  আইপিএল (IPL) শুরুর ঠিক আগে জোড়া ধাক্কা খেল বেঙ্গালুরু শিবির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির তাদের অভিযানের শুরুর দিকে পাচ্ছে না গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ও জস হ্যাজেলউডকে (Josh Hazlewood)। দুই অজি তারকা ক্রিকেটারকে ঠিক কতদিন পাবেন না বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিরা ? ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রের খবর, পেসার হ্যাজেলউডকে না পাওয়া আশঙ্কা বেশ কয়েকটি ম্যাচের জন্যই। যদিও ম্যাক্সওয়েলকে শুধুমাত্র প্রথম ম্যাচেই পাওয়া যাবে না। 


জানা যাচ্ছে, অ্যাকিলিসের সমস্যায় ভুগছেন পেসার হ্যাজেলউড। পায়ের যে ব্যথার জেরে বর্ডার-গাওস্কর সিরিজেও খেলতে পারেননি তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলার মাঝে ভারতে থাকলেও কোনও ম্যাচেই খেলতে নামতে পারেননি জস। এদিকে, পায়ের চোট সারিয়ে ওঠার পথে গ্লেন ম্যাক্সওয়েল। গতবছর পায়ের চোট পেয়েছিলেন তিনি। যদিও ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছিলেন তিনি। যদিও পরের দুটো ওডিআইতে দলে থাকতে পারেননি ম্যাক্সওয়েল। আরসিবি-র এক চ্যাট শো'তে ম্য়াক্সওয়েল জানিয়েছিলেন, পা এখন আগের থেকে অনেক সেরে গিয়েছে। প্রায় ১০০ শতাংশ ফিট। আশা রাখছি ভোগান্তি ছাড়াই গোটা প্রতিযোগিতা খেলতে পারব। 


প্রসঙ্গত, অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ধরে রাখতে বড় অর্থই খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ২০২২-র আইপিএলের মেগা অকশনের প্রাক্কালেই ১১ কোটি টাকা দিয়ে তাঁকে স্কোয়াডে ধরে রেখেছিল আরসিবি। অপর অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডকে দলে পেতে নিলামের মঞ্চে ৭.৭৫ কোটি টাকা খরচ করেছে আরসিবি। গত আইপিএলে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন এই ডান হাতি পেসার। উল্লেখ্য, শুধু হ্যাজেলউডই নন আরসিবি এবারের আইপিএলের শুরুর দিকে তাঁদের বিদেশি অপর পেসার ওয়ানিন্দু হাসারাঙ্গারও সার্ভিস পাবে না প্রথম কিছু ম্যাচের জন্য।


আগামী ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত ১৫ বছরের আইপিএলে কোনওদিন চ্যাম্পিয়ন হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তিনবার ফাইনালে উঠেও হারতে হয়েছে। বিরাট কোহলি (Virat Kohli)-ফাফ ডু প্লেসিরা (Fafa Du plessis) কি এবারে তাদের দীর্ঘ ট্রফি খরা শেষপর্যন্ত কাটাতে পারবেন ? সেদিকেই নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। 


আরও পড়ুন- গতবারের IPL চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের এবারের দল কেমন ? শক্তি-দুর্বলতা কী কী ?