বেঙ্গালুরু: মরসুমের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের (IPL 2023) শুরুটা দারুণভাবে করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। এরপর ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ খেলবে আরসিবি। কিন্তু সেই ম্যাচের আগেই বড় ধাক্কা আরসিবি শিবিরে, ছিটকে গেলেন তারকা ব্যাটার। কে তিনি? তিনি আর কেউ নন, মধ্যপ্রদেশের রজত পাতিদার (Rajat Patidar)।
গত মরসুমের মাঝপথে বদলি হিসাবে দলে এসেই নজর কেড়েছিলেন রজত। বিশেষ প্লে-অফে আরসিবির হয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন তিনি। ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটরে শতরান হাঁকিয়েছিলেন তিনি। তবে টুর্নামেন্টের শুরুর আগেই পাতিদার চোট পান। শোনা যাচ্ছিল টুর্নামেন্টের শুরুর দিকে তাঁকে চোটের জন্য পাওয়া না গেলেও, শেষের দিকে খেলবেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছিল তাঁর রিহ্যাবও।
তবে রজতের এ মরসুমের আইপিএলে আর খেলা হচ্ছে না। একিলিস হিলের চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন মধ্যপ্রদেশের তারকা ব্যাটার। আরসিবির তরফে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আজই, ৪ এপ্রিলই ২৯ বছর বয়সি পাতিদারের আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবর সরকারিভাবে জানানো হয়।
আরসিবির বিবৃতি
আরসিবির তরফে জানানো হয়, 'দুর্ভাগ্যবশত একিলিস হিলের চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন রজত পাতিদার। ওর দ্রুত সুস্থতার কামনা করি এবং এই গোটা প্রক্রিয়ায় আমরা সবসময় ওর পাশে আছি। অবশ্য কোচরা এবং ম্যানেজমেন্ট মিলে এখনই পাতিদারের বিকল্প হিসাবে কারুর নাম ঘোষণা না করারই সিদ্ধান্ত নিয়েছেন।'
বিকল্প হিসাবেই বাজিমাত
গত মরসুমে লুভনিথ সিসোদিয়ার বিকল্প হিসাবে আইপিএলে সুযোগ পান রজত। সাত ইনিংসে একটি শতরানসহ ১৫২.৭৫ স্ট্রাইক রেটে ৩৩৩ রান করেন রজত। তিনি গত মরসুমে আরসিবির তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। পাতিদারের না থাকাটা নিঃসন্দেহে আরসিবির বড় ক্ষতি।
আরও পড়ুন: মুম্বই, চেন্নাইয়ের পর আমরাই সবথেকে ধারাবাহিক দল, দাবি আরসিবি তারকা কোহলির