IPL 2023 Retention LIVE: ঢালাইভাবে দল সাজানোই লক্ষ্য, ১৩ তারকাকে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স
IPL 2023 Retention LIVE Updates: আজই ফ্রাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেন করা খেলোয়াড়দের নামের তালিকা জমা দিতে হবে। আইপিএলে কোন দল কোন তারকাদের ধরে রাখবে, কাদের নাম নিলামে উঠবে, সেই নিয়ে জল্পনা তুঙ্গে।
ঈশান পোড়েল ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায়কে ছেড়ে দিল পঞ্জাব কিংস। দুই বঙ্গ তারকাকেই নতুন মরসুমে নতুন দল খুঁজতে হবে।
গত মরসুমের ১৩ জন তারকাকে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। কায়রন পোলার্ড তো আছেনই, সেই তালিকায় জয়দেব উনাদকাট, ড্যানিয়েল স্যামসরাও রয়েছেন।
গত মরসুমে নিজেদের দলের সিংহভাগ তারকাদেরই রিটেন করল দিল্লি ক্যাপিটালস। শার্দুল ঠাকুর ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিয়েছেন। পরিবর্তে কেকেআর থেকে ক্যাপিটালসে এসেছেন তরুণ অলরাউন্ডার আমন খান। এছাড়া টিম সাইফার্ট, কেএস ভারতের মতো দুই উল্লেখযোগ্য তারকাকেও ছেড়ে দিয়েছে দিল্লি।
রাজস্থান রয়্যালস দেবদূত পাডিক্কালকে ছেড়ে দেবে বলে জল্পনা শোনা গেলেও, শেষমেশ রাজস্থানেই রয়ে গেলেন তরুণ বাঁ-হাতি ব্যাটার। তবে ড্যারেল মিচেল, ন্যাথান কুল্টার-নাইটদের ছেড়ে দিল রাজস্থান।
বাংলার দুই তারকাকে রিটেন করল আরসিবি। পরের মরসুমে শাহবাজ আমেদ এবং আকাশদীপ, উভয়েই আরসিবির হয়েই ফের একবার মাঠে নামবেন। আরসিবি দলের তালিকায় তেমন কোনও বড় চমক নেই। শার্ফেন রাদারফোর্ড বাদে মোটামুটি সকল তারকাই দলে রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারকে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিল।
গুজরাত টাইটান্সের হয়েই পরের মরসুমেও মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহাকে খেলতে দেখা যাবে। জল্পনা উড়িয়ে রিটেন করা খেলোয়াড়দের তালিকায় রয়েছেন শুভমন গিলও।
অ্যারন ফিঞ্চ এবং শিবম মাভিকে ছেড়ে দিল কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের কাছে আর ৭.০৫ কোটি টাকা পড়ে রইল।
তাঁর বদলে শিখর ধবনকে আগেই নতুন মরসুমে দলের অধিনায়ক ঘোষণা করেছিল পঞ্জাব কিংস। জল্পনা ছিল ময়ঙ্ক আগরওয়ালের ভবিষ্যত নিয়েও। জল্পনাই সত্যি হল, ময়ঙ্ককে ছেড়ে দিল পঞ্জাব কিংস।
জল্পনার অবসান ঘটিয়ে রবীন্দ্র জাডেজাকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস, মহেন্দ্র সিংহ ধোনিও রয়েছেন সিএসকের রিটেন করা খেলোয়াড়দের তালিকায়।
কেন উইলিয়ামসনকে ছেড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। রিটেন করা হয়নি নিকোলাস পুরানকেও। ফলে পরের মরসুমে সানরাইজার্সকে নতুন অধিনায়ক নেতৃত্ব দেবেন।
কেন উইলিয়ামসনকে ছেড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। রিটেন করা হয়নি নিকোলাস পুরানকেও। ফলে পরের মরসুমে সানরাইজার্সকে নতুন অধিনায়ক নেতৃত্ব দেবেন।
আইপিএলের সর্বকালের সর্বাধিক উইকেটসংগ্রাহক ডোয়েন ব্র্যাভোকে ছেড়ে দিল সিএসকে। ৩৯ বছর বয়সি ব্র্যাভোর আইপিএল সফর কি এখানেই শেষ? জল্পনা প্রবল।
পরের মরসুমের আইপিএলে দুই ইংরেজ তারকা অ্যালেক্স হেলস ও স্যাম বিলিংসও খেলবেন না।
নতুন মরসুমে তিন খেলোয়াড় যোগ দিলেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। রহমানুল্লাহ গুরবাজ ও শার্দুল ঠাকুরকে কেকেআরের জার্সিতে আসন্ন মরসুমে খেলতে দেখা যাবে। এক মরসুম পরে দলে ফিরলেন লকি ফার্গুসন।
ঠাসা আন্তর্জাতিক সূচি। সেই কারণেই আসন্ন মরসুমের আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স। বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: আইপিএল ২০২৩ (IPL 2023) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে আজ, ১৫ নভেম্বরের মধ্যেই ফ্রাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেন করা খেলোয়াড়দের নামের তালিকা জমা দিতে হবে। শুরু হয়ে গিয়েছে খেলোয়াড়দের দলবদলও। আইপিএলে কোন দল কোন তারকাদের ধরে রাখবে, কাদের নাম নিলামে উঠতে চলেছে, সেই নিয়ে জল্পনা তুঙ্গে।
পরের মাসে সম্ভবত আইপিএলের নতুন মরসুমের জন্য মিনি নিলামের আয়োজন করা হবে। তার আগে দল কোন দল কাদের ধরে রাখলেন, সেইদিকে তাদের অনুরাগীরা তাকিয়ে রয়েছেন। প্রসঙ্গত, আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলির ধরে খেলোয়াড়দের নাম প্রকাশ করার আগেই, টুর্নামেন্টের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় কায়রন পোলার্ড আইপিএল থেকে নিজের অবসর ঘোষণা করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।
সদ্যই কয়েক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন পোলার্ড। এবার আইপিএল থেকেও অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার। সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। নিজের গোটা আইপিএল কেরিয়ারে মুম্বইয়ের জার্সি পরেই মাঠে নেমেছেন তিনি। পল্টনদের হয়ে পাঁচটি আইপিএল খেতাব জয়ের পাশাপাশি দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতেছেন পোলার্ড। তবে এখানেই ইতি। অবশ্য খেলোয়াড় হিসাবে ইতি টানার সঙ্গে সঙ্গেই তাঁকে নতুন ভূমিকায় নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স। এবার থেকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে দেখা যাবে পোলার্ডকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -