কলকাতা: টুর্নামেন্টে এখনও পর্যন্ত মাত্র একবার জয় পেয়েছে তাঁর দল। এইডেন মারক্রামের সানরাইজার্স হায়দরাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতে ইডেন গার্ডেন্সে পা রেখেছে। এবার সামনে কেকেআর। যে দল প্রথম ম্যাচ হারলেও পরের ২ ম্যাচে সবাইকে তাক লাগিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। তাও আবার শক্তিশালী আরসিবি ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। তারকা খচিত দল না হলেও কেকেআরের শার্দুল, রিঙ্কুরা যে যে কোনও সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে, তা বেশ ভালই বুঝতে পারছেন সানরাইজার্সের অধিনায়ক। তাই নাইট শিবিরকে সমীহ করছেন তিনি।


কী বলছেন মারক্রাম?


কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন প্রোটিয়া তারকা। সেখানে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুললেন মারক্রাম। এক ঝলকে তা দেখে নেওয়া যাক -


প্রসঙ্গ রাহুল ত্রিপাঠী


কেকেআরের হয়ে খেলেছেন আইপিএল। কিন্তু এবার কেকেআরের প্রতিপক্ষ হিসেবে আগামীকাল মাঠে নামবেন রাহুল ত্রিপাঠী। ফর্মেও রয়েছেন। মারক্রাম বলছেন, ''এরকম প্লেয়ার দলে থাকা সত্যিই বেশ ভাগ্যের। রাহুলের অভিজ্ঞতা আমরা কাজে লাগানোর চেষ্টা করব আবশ্যই। ও দারুণ ফর্মে রয়েছে। আশা করি আগামীকালের ম্যাচেও নিজের সেরা খেলাটা ও খেলতে পারবে।''


দলের মনোবল কেমন?


ডানহাতি মারক্রাম বলছেন, ''আমরা শেষ ম্যাচটা জিতেছি। আমাদের মনোবল এখন তুঙ্গে রয়েছে। সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে মরিয়া। প্রথম জয় আমাদের জন্য এবারের টুর্নামেন্টে। সেই জয় থেকেই শিক্ষা নিয়ে আমরা কালকের ম্যাচে নামতে চাই। একেবারে নতুন ম্যাচ, নতুন প্রতিপক্ষ। কিন্তু যদি মনোবল ঠিক রাখতে পারি তা আমাদের জন্যই ভাল হবে।''


রিঙ্কু-শার্দুল ফ্যাক্টর


মারক্রাম বলছেন, ''নাইট শিবিরের দিকে দেখলেই বোঝা যায় যে এই দলটা কতটা ভয়ঙ্কর হতে পারে যে কোনও প্রতিপক্ষের কাছে। ওরা সবসময় অ্য়াটাকিং ক্রিকেটটাই খেলতে পছন্দ করে। যে কোনও ম্য়াচে যে কোনও একজন প্লেয়ার প্রতিপক্ষ দলের সামনে ত্রাস হয়ে উঠতে পারেন। মিডল অর্ডারে নিজেদের শক্তি পরখ করে নেওয়ার পালা। রিঙ্কুর ইনিংস আমি দেখেছি। অসাধারণ। উপভোগ করেছি ওর ইনিংসটি। আমাদের দলে ডেথ বোলার রয়েছেন ভাল কয়েকজন। পরিকল্পনা করতে হবে ঠিকঠাক করে। মাঠে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে হবে কেকেআরের বিরুদ্ধে।''


তারকা ক্রিকেটারদের ব্যর্থতা


সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক বলছেন, ''আমি বিশ্বাস করি না যে আমাদের দল একজন বা দুজনের ওপর নির্ভরশীল। আগের ম্যাচেও তা দেখেছি আমরা। আর বেশি চিন্তিত নই আমি। দলের সিনিয়র প্লেয়াররা সবসময় পাশে থাকার চেষ্টা করছে। তাঁরা নিজেরাও জয়ের জন্য যোগদান দিতে চাইছে।'' 


নেতৃত্ব


দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব করেছেন মারক্রাম। সেই প্রসঙ্গে জানান, ''প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। অনেক ভাল অভিজ্ঞতা হয়েছে। আমি অনেকটা সময়ের জন্য একদমই সেই টুর্নামেন্টে ক্য়াপ্টেন্সি করিনি। তাই এখানে আসার আগে কিছুটা নার্ভাস ছিলাম। তবে ক্যাম্পের সিনিয়র প্লেয়ারর ও সাপোর্ট স্টাফরা আমার কাজটা অনেক সহজ করে দিয়েছেন।''