কলকাতা: শুক্রবার ফের এক দুর্দান্ত ম্যাচের সাক্ষী থাকলেন আইপিএলের দর্শকরা। বড় রানের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে তাঁদেরই ঘরের মাঠে ২৩ রানে পরাজিত করে সানরাইজার্স হায়দরাবাদ। আজ সপ্তাহান্তে এক নয়, দুই দুইটি আইপিএল ম্যাচ আয়োজিত হতে চলেছে। আজ মাঠে নামছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, কেএল রাহুলরা।


বিরাট বনাম ওয়ার্নার


আজ দিনের প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালস চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামছে। অর্থাৎ আইপিএলের দুই সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলিকে আজ একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। ওয়ার্নার আপাতত এ মরসুমে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও, তাঁর স্ট্রাইক রেট নিয়ে উঠেছে প্রশ্ন। তাঁর দল দিল্লি ক্যাপিটালসও চার ম্যাচের একটিও জিততে পারেনি। অপরদিকে, কোহলিও কিন্তু টুর্নামেন্টের শুরুটা ভালই করেছেন। তবে তাঁর দলও গত দুই ম্যাচে পরাজিত হয়েছে। তাই দুই দলের কাছেই এই ম্যাচ জিতে দুই পয়েন্ট ঘরে তোলাটা ভীষণই জরুরি।


শীর্ষে পৌঁছনোর হাতছানি


অপরদিকে, লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। লখনউ আপাতত তিন ম্যাচ জিতে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে। নিজেদের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস ভঙ্গিমায় শেষ বলে আরসিবির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ। এই ম্যাচে পাঞ্জাবকে হারালেই নির্ধারিতভাবে নবাবদের শহরের দল লিগ তালিকায় এক নম্বরে পৌঁছে যাবে। অপরদিকে, পাঞ্জাব গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে চরম হতাশাজনক পারফর্ম করেছিল। সেই হারের হতাশা দূর করে শিখর ধবনার কি পারবেন জয়ের সরণীতে ফিরতে? না লখনউই নাগাড়ে তিন ম্যাচ জিতে লিগ শীর্ষে পৌঁছবে? সেটাই দেখার বিষয়।


আরসিবি ক্যাম্পে হ্যাজেলউড 


গত ডিসেম্বরে পেশিতে চোট পেয়েছিলেন জস হ্যাজেলউড। জানুয়ারি মাসের পর থেকে আর কোনও ধরনের ক্রিকেটই খেলেননি তিনি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। তবে অবশেষে আরসিবি শিবিরে যোগ দিলেন অজি তারকা। শুক্রবার, ১৪ এপ্রিলই আরিসিবি শিবিরে যোগ দেন হ্যাজেলউড। ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁর আগমনের ছবিও পোস্ট করা হয়। অবশ্য ভারতে চলে আসলেও, এখনই সম্ভবত তিনি মাঠে নামতে পারবেন। সম্পূর্ণ ফিট হতে তাঁর আরেকটু সময় লাগবে বলেই খবর। 


দিল্লি অনুশীলনে পন্থ


চলতি আইপিএলে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। চারটি ম্যাচে খেলতে নেমে প্রত্যেকটিতেই হারতে হয়েছে তাদের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে পঞ্চম খেলায় নামার আগে সতীর্থদের তাই উৎসাহ দিতে হাজির হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির অনুশীলনের মাঝে হাজির হয়েছিলে ঋষভ। গত ডিসেম্বরে কার্যত প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল তাঁকে। হয় অস্ত্রোপচারও। যে ধাক্কার জেরে এবারের আইপিএলে খেলতে পারছেন না ভারতীয় এই কিপার-ব্যাটার। অবশ্য মাঠে নামতে না পারলেও মাঠের বাইরে প্রবলভাবে দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। সতীর্থদের ওপর তাঁর যে আস্থা রয়েছে, সেটা বোঝাতেই সম্ভবত দিল্লির অনুশীলনে হাজির হয়েছিলেন ঋষভ পন্থ। 


কেকেআরে গুজরাতের অখ্যাত তরুণ


ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন শাকিব আল হাসান। পিঠের চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। নিয়মিত অধিনায়ক না থাকায় টুর্নামেন্ট শুরুর মুখে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে নীতীশ রানাকে। জেসন রয়কে আগেই পরিবর্ত ক্রিকেটার হিসাবে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার সই করাল আর্য দেশাইকে (Arya Desai)।


কে এই আর্য দেশাই? গুজরাতের ক্রিকেটার। গত রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে। গুজরাতের হয়ে ৩টি রঞ্জি ম্যাচে ১৫১ রান করেছেন। বয়স মাত্র ২০ বছর। বাঁহাতি ব্যাটার। সঙ্গে অফস্পিন বলও করেন। নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জিতে ঝকঝকে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন।


আরও পড়ুন: কেকেআর হারলেও ভরা ইডেন কুর্নিশ করল রানার ঝোড়ো ইনিংসকে