IPL 2024 Retention List Live: হার্দিককে ধরে রাখল গুজরাত, মুম্বইয়ে যাচ্ছেন না বঢোদরা অলরাউন্ডার

IPL 2024 Retention List Latest Updates: একাধিক সূত্রের দাবি, গুজরাত ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়াতে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার। 

ABP Ananda Last Updated: 26 Nov 2023 06:01 PM
IPL 2024 Retention Live: রুটকে ছেড়ে দিল রাজস্থান

ইংল্য়ান্ডের তারকা ব্যাটার জো রুট নতুন মরসুমে খেলবেন না আইপিএলে। রাজস্থান রয়্যালস তাই ছেড়ে দিল তাঁকে।

IPL 2024 Retention Latest Updates: শাহবাজ সানরাইজার্স, আকাশদীপ আরসিবিতেই

বাংলার ২ ক্রিকেটার শাহবাজ আহমেদ ও আকাশ দীপ ছিলেন আরসিবি দলের অংশ। নতুন মরসুমের আগে আরসিবি থেকে সানরাইজার্সে যোগ দিচ্ছেন শাহবাজ। যদিও আকাশ দীপকে ধরে রাখল বিরাটের দল।

IPL 2024 Retention Live: গুজরাত শিবিরেই থাকছেন হার্দিক

শেষ মুহূর্তে চমক। মুম্বই নয়। গুজরাত টাইটান্সেই থাকছেন হার্দিক পাণ্ড্য। সেক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার যে হার্দিকই অধিনায়ক থাকছেন ফ্র্যাঞ্চাইজির।

IPL 2024 Retention Latest Updates: ১২ জনকে ছেড়ে দিল কেকেআর

আইপিএলে নতুন মরসুমের আগে মোট ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিল কেকেআর। তাঁদের মধ্যে রয়েছেন- শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজি, আর্য দেশাই, নারায়ণ জগদীশান, কুলওন্ত খেজরিওয়ালিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস।

IPL 2024 Retention Live:অভিষেক পোড়েলকে ধরে রাখল দিল্লি

বাংলার উইকেট কিপার ব্যাটার অভিষেক পোড়েলকে ধরে রাখল দিল্লি ক্যাপিটালস। সরফরাজ খানকে ছেড়ে দিল দিল্লি শিবির।

IPL 2024 Retention Latest Updates:মনীশ পাণ্ডেকে ছেড়ে দিল দিল্লি

মণীশ পাণ্ডেকে ছেড়ে দিল দিল্লি ক্যাপিটালস। তাঁর জন্য নিলামে ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

IPL 2024 Retention Live: শাকিব, লিটনকে ছেড়ে দিল কেকেআর

কেকেআর তাঁদের ২ বাংলাদেশি তারকা শাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিল আসন্ন মরসুমের আগে। 

IPL 2024 Retention Latest Updates: হোল্ডারকে ছেড়ে দিল রাজস্থান

আগামী মরসুমের আইপিএলের জন্য রাজস্থান রয়্যালস ছেড়ে দিল জেসন হোল্ডারকে।

IPL 2024 Retention Live: কেকেআর ধরে রাখল গুরবাজ, রয়, নারাইন, রাসেলকে

কেকেআর তাদের চার বিদেশিকে ধরে রাখল। গুরবাজ, রয়, নারাইন ও রাসেল।

IPL 2024 Retention Latest Updates: কেকেআর ছেড়ে দিল সাউদি, উমেশ, ফার্গুসন, শার্দুলকে

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল পেস বোলিংয়ে তাঁদের সেরা চার তারকা লকি ফার্গুসন, টিম সাউদি, উমেশ যাদব ও শার্দুল ঠাকুরকে। 

IPL 2024 Retention Live: পাঞ্জাব কিংস দলে রেখে দিল রাবাডা, লিভিংস্টোন, বেয়ারস্টো

পাঞ্জাব কিংস দলে দলে রেখে দিয়েছে যেই প্লেয়ারদের তাঁদের নাম- শিখর ধবন, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরণ সিংহ, ম্যাথু শর্ট, কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোন। ছেড়ে দিল তাঁরা ভানুকা রাজাপক্ষে, রাজঅঙ্গদ বাওয়া।

IPL 2024 Retention Latest Updates: শাহরুখকে ছেড়ে দিল পাঞ্জাব কিংস

বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটারের জন্য পরিচিত শাহরুখ খানকে ছেড়ে দিল পাঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংস দলে নিতে পারে এই ব্যাটারকে।

প্রেক্ষাপট

মুম্বই: হার্দিক পাণ্ড্যর উত্তরসূরি হচ্ছেন শুভমন গিল (Subhman Gill) ? গুজরাত টাইটান্স কি তাদের পরবর্তী অধিনায়ক বেছে নিল তরুণ ভারতীয় ব্যাটারকে। ২০২২ আইপিএল চ্যাম্পিয়নদের প্রকাশ করা নতুন ভিডিও ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছে। এমনিতেই ভারতীয় ক্রিকেটের অন্দরমহল এই মুহূর্তে তোলপাড় হচ্ছে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) ঘিরে। একাধিক সূত্রের দাবি, গুজরাত ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়াতে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার। 


হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরবেন কি না, এই প্রশ্ন যখন জোরাল, তখনই শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। যেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের মাঝে টিম বন্ডিংয়ের কথা বলছেন শুভমন গিল। দল হিসেবে ভাল খেলতে পারলে ব্যক্তিগত খারাপ সময় কাটিয়ে ওঠা যায় বলেও যে ভিডিওতে বলতে শোনা গিয়েছে শুভমনকে। ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিংগকে দু'বছর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে তুলে নিয়ে গিয়েছিল আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারেই চ্যাম্পিয়ন ও গতবার গুজরাতের ফাইনাল খেলার নেপথ্যে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের ব্যাটার। 


আপাতত হার্দিকের মুম্বই যোগের জল্পনার মাঝেই তাই প্রবলভাবে সামনে উঠে এসেছে শুভমনের গুজরাতের অধিনায়কত্ব পাওয়ার জল্পনাও। তবে শুধুমাত্র শুভমনই নন, হার্দিক যদি শেষপর্যন্ত জল্পনা সত্যি করে গুজরাত ছাড়েন, তাহলে অধিনায়কের হটসিটে বসার দৌড়ে রয়েছেন আরও কয়েকজন। যাঁরা হলেও কেন উইলিয়ামসন, রশিদ খান ও মহম্মদ শামি।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি ২০ সবেতেই অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের। অপরদিকে, টি ২০-তে রশিদ খান বরাবরই উজ্জ্বল নাম। জল্পনায় তুলনামূলক কম ভাসলেও রয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া মহম্মদ শামির নামও। তবে প্রশ্নাতীতভাবে সম্ভাবনায় সবথেকে উজ্জ্বল নামটি শুভমনেরই। বলা ভাল, গুজরাতের ভিডিও তাঁর পরবর্তী অধিনায়ক হওয়ার ইঙ্গিত উসকে দিতেই সোশাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে প্রত্যাশার তুফান। ক্রিকেটভক্তরা অনেকেই ক্রমশ ব্যাট হাতে পোক্ত হয়ে ওঠা ভারতীয় ওপেনারকে নতুন ভূমিকায় দেখতে মুখিয়ে রয়েছেন বলেই জানান দিতে শুরু করেছেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.