কলকাতা: সদ্য হয়ে যাওয়া আইপিএলের নিলামে ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটারই দল পেয়েছেন। পোলার্ড, রাসেল, নারিন ছাড়াও আরও ১৪ জন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারকে দেখা যাবে আসন্ন আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে। কিন্তু তার আগে রয়েছে আজ থেকে শুরু হতে চলা ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ। আর নিলাম পর্ব ভুলে সেই সিরিজেই পাখির চোখ করতে চাইছেন পােলার্ড। ক্য়ারিবিয়ান অধিনায়ক প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে দৃঢ় প্রত্যয়ী গলায় জানিয়ে দিলেন, "আইপিএলের নিলাম শেষ হয়ে গিয়েছে। ও নিয়ে ভেবে লাভ নেই। দেশের জন্য খেলতে নামছি আমরা। ওটাতেই মনোযোগ দেওয়া উচিত। যখন আইপিএলে শুরু হবে, তখন তা নিয়ে ভাবার সময় আসবে। এখন টি-টোয়েন্টি সিরিজেই মনোনিবেশ করতে হবে সবাইকে।''


এক দিনের ক্রিকেটে হারের পিছনে ধারাবাহিকতার অভাবকে দায়ী করেছেন পোলার্ড। তিনি বলেছেন, 'ক্রিকেটের সব ধরনের বিভাগেই আমাদের উন্নতি করতে হবে।' টি-টোয়েন্টি সিরিজে তিনি নিজে খেলবেন বলেই জানালেন পোলার্ড। তিনি বলেন, ''আমার হাঁটুতে অসুবিধা ছিল। একদিনের ক্রিকেটে খেলতে পারিনি। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে আমাদের দলের সকলেই তৈরি খেলার জন্য। সকলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।''


ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় এসেছে। তবে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ান শিবির একবারে অন্য রকম। তাই কোনওরকম হালকা মনোভাবে নারাজ দ্রাবিড়ের ছেলেরা। রাতের শিশির নিয়ে মোটেই ভাবছেন না রোহিত। সুযোগ দিতে চান সবাইকে। তবে প্রথম একাদশ সাজানোর ক্ষেত্রে কিছুটা চাপে পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, প্রথম একাদশে মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন দলের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। 


এক নজরে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ -


রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ