কলকাতা: মাঝে আর মাত্র দিন সাতেক সময়। তারপরই মরুশহর দুবাইয়ে বসছে আইপিএলের (IPL) নিলামের আসর। প্রাথমিকভাবে ১১৬৬ ক্রিকেটারের তালিকা জমা পড়েছিল। সেখান থেকে ৩৩৩ জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। যে তালিকা সোমবার প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে আবার দু'জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। নেদারল্যান্ডসের জোরে বোলার পল ফান মিকেরেন ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজ়ি। যিনি গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ক্যাপড প্লেয়ারদের তালিকায় নামী ভারতীয় ক্রিকেটারেরা হলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur), হর্ষল পটেল (Harshal Patel), মণীশ পাণ্ডে ও উমেশ যাদব।


কিন্তু বাংলার ক্রিকেটারদের পক্ষে ছবিটা আশাব্যঞ্জক নয় মোটেও। কারণ, ৩৩৩ জন ক্রিকেটারের তালিকায় ঠাঁই হয়েছে মাত্র ৯ জন ক্রিকেটারের। তাঁরা হলেন ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, শশাঙ্ক সিংহ, ঋত্বিক চট্টোপাধ্যায়, মহম্মদ কাইফ, কৌশিক মাইতি, শাকির হাবিব গাঁধী ও রবি কুমার। তাঁদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নাম মহম্মদ কাইফ। মহম্মদ শামির ভাই। দাদার হাত ধরেই ক্রিরেট খেলার টানে উত্তরপ্রদেশের আমরোহা থেকে এসেছিলেন বাংলায়। বিজয় হাজারে ট্রফিতেও বাংলার হয়ে খেলেছেন ডানহাতি পেসার। দাদা বিশ্বকাপের সেরা বোলার। দু'মরশুম আগে গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর। ভাই কাইফ কতটা ছাপ ফেলতে পারবেন, তাঁকে নিতে আগ্রহী হবে কোন দল, এখন থেকেই তা নিয়ে চর্চা চলছে।


নিলামের তালিকায় থাকা বাংলার বাকি ক্রিকেটারদের মধ্যে বিজয় হাজারে ট্রফির ব্য়র্থতার জেরে লড়াইয়ে বেশ পিছিয়ে পড়েছেন শাকির হাবিব গাঁধী। পরপর দু'ম্যাচে শূন্য করায় সোমবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে যাঁকে খেলায়নি বাংলা। তবে নজরে থাকবেন সুদীপ ঘরামি, ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, রবি কুমাররা।


নিলামের শুরুতেই তোলা হবে ক্যাপড প্লেয়ারদের। যাঁদের শুরুতে থাকবেন ব্যাটাররা। তারপর অলরাউন্ডার, উইকেটকিপার, ফাস্টবোলার ও স্পিনার - এভাবে ধাপে ধাপে হবে ক্রিকেটারদের নিলাম। একইভাবে নিলামে উঠবেন আনক্যাপড প্লেয়াররা। দশ দলের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা রয়েছে গুজরাত টাইটান্সের হাতে। 


আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।