লন্ডন: তাঁর দল পর্তুগাল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। কাতার বিশ্বকাপই হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) শেষ বিশ্বকাপ। ভক্ত-অনুরাগীরা এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা শুরু করে দিয়েছেন।


এরই মধ্যে প্রবল দুঃসংবাদ দিলেন সিআরসেভেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও তাঁর সদ্যোজাত পুত্রসন্তান মারা গিয়েছে। তবে কন্যাসন্তান সুষ্ঠ রয়েছে।


প্রসঙ্গত গত অক্টোবর মাসেই রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ঘোষণা করেছিলেন, তাঁদের যমজ সন্তান হতে চলেছে। তারই একজনের মৃত্যু হয়েছে। দু’দিন আগেই ইপিএলে নরউইচ সিটির বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে সমালোচকদের জবাব দিয়েছিলেন সিআরসেভেন। আর সোমবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারিবারিক জীবনে শোকের ছায়া নেমে এল। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো জানিয়ে দিলেন, তাঁর যমজ সন্তানের মধ্যে পুত্রসন্তানের মৃত্যু হয়েছে।


রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সদ্যোজাত পুত্রসন্তান প্রয়াত হয়েছে। যে কোনও বাবা-মায়ের কাছেই এটা সবচেয়ে বড় দুঃখের ঘটনা। এক মাত্র মেয়ে সন্তানের বেঁচে যাওয়াই এই কঠিন সময়ে আমাদের শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি।’



রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে আরও লিখেছেন, ‘সব সময় আমাদের খেয়াল রাখার জন্য সমস্ত চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে মানসিকভাবে বিধ্বস্ত। এই কঠিন সময় শুধু পরিবারের সঙ্গে কাটাতে চাই। গোপনীয়তা আশা করি সবার থেকে।’


২০১০ সালে প্রথম বার সন্তানের বাবা হন রোনাল্ডো। ছেলের নাম দেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। ঘটনাচক্রে সেই ছেলেও এখন ফুটবলে বাবার পদাঙ্ক অনুসরণ করার পথে। তবে কোনও দিনই তার মাতৃপরিচয় সামনে আনেননি রোনাল্ডো। এরপর ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানে এভা ও মাতেয়োর বাবা হন রোনাল্ডো। সেই বছরই নভেম্বরে জর্জিনা এবং তাঁর প্রথম সন্তান আলানার জন্ম হয়।