বেঙ্গালুরু: একেবারে শেষ লগ্নে উপনীত হয়েছে আইপিএলের   প্লে-অফের লড়াই। কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই প্লে-অফে নিজেদের স্থান পাকা করে ফেলেছে। গতরাতে গুজরাতের বিরুদ্ধে কেকেআরের ম্য়াচ ভেস্তে যাওয়ায় গত বারের ফাইনালিস্টরা তৃতীয় দল হিসাবে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। আপাতত প্লে-অফের তিন স্থান দখলের জন্য লড়াইয়ে রয়েছে ছয় দল। সেই ছয় দলের অন্যতম হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।


শনিবার সিএসকে এবং আরসিবি একে অপরের মুখোমুখি হবে। বর্তমানে যা পরিস্থিতি সেই অনুযায়ী আরসিবি বনাম সিএসকের ম্যাচ প্লে-অফ পৌঁছনোর জন্য স্ট্রেট নক আউট ম্যাচে পরিণত হতে পারে। দুই দলের মধ্যে যে দল সেই ম্যাচ জিতবে, তারাই প্লে-অফে পৌঁছতে পারে। যদিও আরসিবির ক্ষেত্রে  অন্তত ১৮ রানের ব্যবধান জয় বা ১৮.১ ওভারের মধ্যে রান তাড়া করে জয়টা বাধ্যতামূলক। তবে কোনটাই খুব কঠিন নয়। এমন পরিস্থিতিতে শনিবাসরীয় সন্ধ্যায় এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে বাধ সাধতে পারে বৃষ্টি।


টুর্নামেন্টে নাগাড়ে ছয় ম্যাচ হেরে একসময় প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে হঠাৎই ভোলবদল। টানা পাঁচ ম্যাচ জয়ে আরসিবির প্লে-অফের আশা বেশ উজ্জ্বল হয়েছে। সিএসকের বিরুদ্ধেও অবশ্য মরণ-বাঁচন ম্যাচেই মাঠে নামবে আরসিবি। সেখানে জয়ই একমাত্র বিকল্প তাদের। কিন্তু আবহাওয়া অশনি সঙ্কেত দিচ্ছে। পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিন বৃষ্টি হওয়ার ৭২ শতাংশ সম্ভাবনা রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচেও বৃষ্টি হয়েছিল বটে। তবে তা ম্যাচ ভেস্তে দেয়নি। 


কিন্তু বেঙ্গালুরুতে সাম্প্রতিক সময়ে দীর্ঘক্ষণ ধরে অঝোরে বৃষ্টির ঘটনা ঘটেছে। শনিবার এমনটা হলে কিন্তু বৃষ্টির জেরে শুধু ম্যাচ আরসিবির প্লে-অফে পৌঁছনোর স্বপ্নও ধুয়ে যাবে। প্রসঙ্গত, টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে উইল জ্যাকস আরসিবির হয়ে ভাল পারফর্ম করেছেন। তবে তাঁকে এই ম্যাচের জন্য আর পাওয়া যাবে না। ইসিবির নিয়ম অনুযায়ী পাকিস্তান সিরিজ় শুরুর আগে সমস্ত ক্রিকেটারদের দেশে ফিরতে হবে। সেই কারণেই আরসিবি শিবির থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন রিস টপলি এবং উইল জ্যাকসরা। এই দুই ইংরেজ তারকার না থাকাটা কিন্তু আরসিবির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জয়ই একমাত্র উপায়, রাজধানীতে হাইভোল্টেজ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস