মুম্বই: আদৌ কি তাঁদের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে? আদৌ কি তাঁরা একে অপরকে মন দিয়েছেন? এই প্রশ্নের কোনও উত্তরই এখনও সঠিকভাবে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু হাবেভাবে বারবার ২ জনেই বুঝিয়ে দিয়েছেন যে একে অন্যের কাছে তাঁরা কতটা স্পেশাল। আইপিএলে নতুন দল গুজরাত টাইটান্সের হয়ে আজ প্রথমবার মাঠে নামতে চলেছেন শুভমন গিল। কলকাতা নাইট রাইডার্সে তিন বছর কাটানোর পর এবার নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ তারকা ক্রিকেটারকে। অন্যদিকে সুদূর স্কটল্যান্ডে এখন ছুটি কাটাচ্ছেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর।
শুভমন-সারার সম্পর্ক
২টো ঘটনা কেন একে অপরের সঙ্গে জড়িয়ে, ক্রিকেটপ্রেমী মানুষকে তা বুঝিয়ে দিতে হবে না। সোশ্যাল মিডিয়ায় বারবার শুভমন ও সারা এক অপরকে ভালোবাসার বার্তা দিয়েছেন বিভিন্নভাবে। আইপিএল হোক বা জাতীয় দল, যখনই শুভমন ভাল পারফর্ম করেছেন তখনই সারার পোস্ট তার প্রতিক্রিয়ায় অন্য ছোয়া পাওয়া গিয়েছে। সূত্রের খবর, বেশ কয়েকবার তো ২ জনকে একসঙ্গে দেখাও গিয়েছে। কিন্তু তাঁরা ২ জনে কেউই কখনও এই বিষয় নিয়ে মুখ খোলেননি।
সারার পোস্ট
সম্প্রতি সারা তেন্ডুলকর কয়েকটি ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে যে যে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন সারা। নিজের নিউড ফিডে সারা পোস্ট করেছেন তাঁর ঘুরে বেড়ানোর ক্লিপিংস। সেখানে স্কটল্যান্ডের মনোরম পরিবেশে লং ড্রাইভে বেরিয়েছেন তিনি, এমনই দেখা যাচ্ছে। সেই পোস্টের নিচে কমেন্টে অনেকেই শুভমনের খোঁজও করেছেন হাসির ইমোজি দিয়ে।
উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স এবার নিলামের আগে শুভমনকে ছেড়ে দিয়েছিল। এরপরই গুজরাত টাইটান্স তাঁদের দলে নিয়ে নেয় এই তরুণ ওপেনারকে। গত কয়েক মাস খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি শুভমন। এই টুর্নামেন্টে তাই নিজেকে আরও একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে তাঁর সামনে। চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলে জায়গা পাকা করতে মরিয়া পাঞ্জাবের এই তরুণ ব্যাটার।