মুম্বই: খাদের কিনারায় দল। নিজের ব্য়াটেও রান ছিল না। দল প্লে অফের দৌড়ে নেই। তবুও সম্মানরক্ষার একটা লড়াই ছিল। সেই লড়াইয়েই এবার নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ ছিল গুজরাত টাইটান্স। প্রথম ইনিংসে ব্যাট করে ১৭৭ রান বোর্ডে তুলে নিল মুম্বই। রানে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।  ওপেনে নেমে ঈশান কিষাণও ঝোড়ো ইনিংস খেললেন। গুজরাত বোলারদের মধ্যে রশিদ খান ২ উইকেট নেন। 


রোহিত-ঈশানের দুরন্ত ব্যাটিংয়ে মুম্বই ১৭৭/৬


টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কিন্তু গুজরাতের পেস বোলিং ডিপার্টমেন্ট এদিন জ্বলে উঠতে পারেননি। বিশেষ করে মহম্মদ শামি এদিন হতাশ করলেন। ঈশান কিষাণ ও রোহিত শর্মা প্রথম থেকেই এদিন চালিয়ে খেলা শুরু করেন। বিশেষ করে হিটম্যানকে একদম পুরনো মেজাজে পাওয়া গেল। ২৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন রোহিত। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান হিটম্যান। ঈশান কিষাণও আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছিলেন। তিনি ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে। তবে রান পাননি সূর্যকুমার যাদব। তিনি ১৩ রান করে ফিরে যান। ২১ রানে প্যাভিলিয়নে ফেরেন তিলক ভার্মাও। লোয়ার অর্ডারে টিম ডেভিড ২১ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। তবে রান পাননি কায়রন পোলার্ড।


গুজরাত বোলিং লাইন আপের মূল স্থম্ভ শামি এদিন ৪ ওভার বল করে ৪২ রান দিলেও কোনও উইকেট পাননি। আলজারি জোসেফ ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন। তবে রশিদ খান ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। তিনিই গুজরাত দলের সবচেয়ে সফল বোলার এদিন। ১টি করে উইকেট পান সাঙ্গওয়ান ও ফার্গুসনও।